তিরুবনন্তপুরম: করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে এমনিতেই দেশে উদ্বেগ বহাল। এই মুহূর্তে আবার তৃতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টিকাকরণের কাজ চললেও তার গতি নিয়ে এখনও অসন্তোষ রয়ে গিয়েছে। এই আবহে আবার দেশে আতঙ্ক বৃদ্ধি করছে জিকা ভাইরাস। সম্প্রতি কেরলে একজনের শরীরে মিলেছিল এই ভাইরাসের হদিশ। এখন জানা গেল আরও ১৩ জন আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। কেরলে করোনা পরিস্থিতি খুব একটা সুখকর নয়, তার মধ্যেই আবার জিকা ভাইরাসের বাড়বাড়ন্ত! সব মিলিয়ে সাঁড়াশি আক্রমণের মুখে রাজ্য।
ন্যাশেনাল ইন্সটিটিউট অব ভাইরোলজি নতুন করে ১৩ জন আক্রান্তের খোঁজ মেলার বিষয়টি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, আর সেই প্রেক্ষিতে কেরলে আলাদা করে জারি করা হয়েছে সতর্কতা। সব থেকে উদ্বেগের কারণ এই যে, যে ১৯ টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, তাদের মধ্যেই ১৩ পজিটিভ! আরও চিন্তার বিষয়, এই ভাইরাসের নির্দিষ্ট কোনও চিকিৎসা নেই। তাই একদিনে করোনা নিয়ে শঙ্কা, অন্যদিকে ডেঙ্গু, আবার এই জিকা, সব মিলিয়ে ব্যাপক চাপে রয়েছে কেরল প্রশাসন। অদূরেই রয়েছে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা৷ আর সেই আশঙ্কার মাঝেই এই জিকা ভাইরাসের হানা৷ এই বিষয়ে কেরলের মতই উদ্বেগ বাড়ছে বাংলায়। তাই আগাম পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে রাজ্য সরকার৷ সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ পাশাপাশি বিশেষজ্ঞদের নিয়ে গঠন করা হচ্ছে একটি পরামর্শদাতা কমিটি৷ শুরু হয়েছে কমিটি গঠনের প্রক্রিয়া৷
আরও পড়ুন- বিচারপতি ও নিলাম অফিসার সেজে ভিন রাজ্য থেকে প্রতারণা, গ্রেফতার ২
জিকা ভাইরাসের প্রথম লক্ষণ জ্বর৷ এছাড়াও শরীরের বিভিন্ন অংশে ব়্যাশ, গাঁটে গাঁটে ব্যাথা ও চোখ লাল হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে৷ ডেঙ্গুর সঙ্গে উপসর্গে মিল থাকায় বিনা পরীক্ষায় জিকা ভাইরাস চিহ্নিত করা অসম্ভব। আবার অনেকাংশে করোনা উপসর্গের সঙ্গেও এই ভাইরাসের মিল লক্ষ্য করা যায়। তাই অবশ্যই আশঙ্কা বাড়ছে জিকা নিয়ে।