বিচারপতি ও নিলাম অফিসার সেজে ভিন রাজ্য থেকে প্রতারণা, গ্রেফতার ২

বিহারের কিষাণগঞ্জ থেকে মূল অভিযুক্ত ও তার সহযোগীকে গ্রেফতার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ

শিলিগুড়ি:  ফের প্রতারণার পর্দা ফাঁস৷ এবার প্রতারণার কেন্দ্র বিহার৷ প্রতিবেশী রাজ্য থেকে প্রতারণার শিকড় পৌঁছাল বংলায়৷ কিষাণগঞ্জ জেলা আদালতের বিচারক ও নিলাম অফিসার পরিচয়ে প্রতারণার চক্র৷ শিলিগুড়ির তিন বাসিন্দার কাছ থেকে ৯১ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল অভিযুক্তের বিরুদ্ধে৷ কিষাণগঞ্জ থেকে মূল অভিযুক্ত ও তাঁর এক সহযোগীকে গ্রেফতার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ৷ ধৃতদের ট্রানজিট রিমান্ডে শিলিগুড়ি নিয়ে আসা হয়েছে৷ 

আরও পড়ুন- নন্দীগ্রামে ফের ‘জয়ী’ BJP, বয়াল নিয়ে হাইকোর্টে জোড় ধাক্কা রাজ্যের

ভুয়ো আইপিএস, ভুয়ো সিবিআই কৌঁসুলী কখনও আবার ভুয়ো ডিএসপি’র পরিচয়ে কোটি কোটি টাকার সম্পত্তি হাতানোর মতো অভিযোগ উঠে এসেছে একের পর এক৷  প্রতারণার জালে সর্বশান্ত হয়েছে সাধারণ মানুষ৷ এবার বিহারের কিষাণগঞ্জ জেলা আদালতের বিচারক ও নিলাম অফিসার পরিচয়ে প্রতারণার কারবার ফাঁদার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ৷ ভুয়ো পরিচয়ে ৩ জনের কাছ থেকে ৯১ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে৷ ৮৪টি গাড়ি ও বস্তা বস্তা গম নিলামে পাইয়ে দেওয়ার নামে বিস্তৃত হয়েছিল প্রতারণার জাল৷ বুধবার কিষাণগঞ্জ থেকে মূল অভিযুক্ত সমীর কুমার দুবেকে গ্রেফতার করে পুলিশ৷ গ্রেফতার করা হয়েছে তার সহযোগী সায়ের আলমকেও৷ তাদের দু’জনকেই ট্রানজিট রামান্ডে শিলিগুড়িতে নিয়ে আসা হয়েছে৷ 

আরও পড়ুন- পাগলামির সীমা থাকা উচিত! সৌমিত্রকে ‘জোকার’, ‘অর্বাচীন’ বলে আক্রমণ দিলীপের

দিন কয়েক আগে শিলিগুড়ির ভক্তিনগর থানায় সমীর কুমার দুবের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি৷ এই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শিলিগুড়ির তিন বাসিন্দাকে প্রতারণার জালে আটকে ৯১ লক্ষ টাকা হাতানো হয়েছে৷ বিহারের কিষাণগঞ্জ থেকে কী ভাবে এ রাজ্যে প্রতারণার জাল বিছিয়েছিল ওই প্রতারক, তা খতিয়ে দেখা হচ্ছে৷ আর কারও সঙ্গে কী প্রতারণা করা হয়েছিল? ধৃদের সঙ্গে গাড়ি পাচার চক্রের যোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 3 =