লখিমপুর-কাণ্ডের আঁচ দিল্লিতে, অমিত শাহের বাড়ির সামনে যুব কংগ্রেসের বিক্ষোভে ধুন্ধুমার

লখিমপুর-কাণ্ডের আঁচ দিল্লিতে, অমিত শাহের বাড়ির সামনে যুব কংগ্রেসের বিক্ষোভে ধুন্ধুমার

নয়াদিল্লি:  লখিমপুর ঘটনার আঁচ এবার নয়াদিল্লিতে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ির সামনে যুব কংগ্রেস কর্মীদের বিক্ষোভে উত্তাল রাজপথ৷ পুলিশের ব্যারিকেড টপকে ভিতরে ঢোকার চেষ্টা করেন কিছু কংগ্রেস কর্মী৷ শুরু হয় পুলিশের সঙ্গে ধুন্ধুমার৷ চলতে থাকে ক্রমাগত সরকার বিরোধী স্লোগান৷ এর পরেই বেশ কয়েক জনকে আটক করে পুলিশ৷  

আরও পড়ুন- লখিমপুর-কাণ্ডে অবশেষে পুলিশের কাছে হাজিরা দিলেন অভিযুক্ত মন্ত্রী-পুত্র আশিস

বিক্ষোভ তীব্র হতেই কংগ্রেস কর্মী-সমর্থকদের টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয়৷ অন্যদিকে পাল্লা দিয়ে চলতে থাকে পুলিশের ব্যারিকেড টপকানোর চেষ্টা৷ যুব কংগ্রেসের কর্মীদের সেখান থেকে সরাতে ক্রমাগত ঘোষণা করে পুলিশ৷ ১৪৪ ধারা লাগু রয়েছে বলেও ঘোষণা করা হয়৷ যুব কংগ্রেস নেতাদের দাবি, অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রকে ইস্তফা দিতে হবে ও তাঁর ছেলে আশিস মিশ্রকে গ্রেফতার করতে হবে৷ 

গাড়িতে পিষে এবং গুলি করে কৃষকদের খুন করার  অভিযোগ রয়েছে মন্ত্রী-পুত্র আশিস মিশ্রের বিরুদ্ধে। তাঁকে গ্রেফতারের দাবিকে ক্রমশ চাপ বাড়াচ্ছে বিরোধীরা৷ সেই চাপের মুখে আশিস মিশ্রকে নোটিশ পাঠায় উত্তরপ্রদেশ পুলিশ৷ তবে পুলিশের সমন উপেক্ষা করে হাজিরাও এড়িয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু শনিবার সকালে দলীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র জানান, খুব শীঘ্রই পুলিশের সামনে হাজিরা দেবে তাঁর ছেলে৷ এর কিছু পরেই পুলিশের কাছ পৌঁছন আশিস মিশ্র৷  কৃষক নেতার দর্শন পালের দাবি, লখিমপুর খেরির ঘটনা পূর্ব পরিকল্পিত৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =