লখনউ: লখিমপুর-কাণ্ডের ছয় দিন পর অবশেষে পুলিশের কাছে হাজিরা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র৷ শনিবার সকালে নীল রংয়ের গাড়িতে চেপে উত্তরপ্রদেশ পুলিশের অপরাধদমনকারী শাখার আধিকারিকদের সামনে হাজিরা দেন তিনি৷ গাড়ির ধাক্কায় কৃষক মৃত্যুর ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত মন্ত্রী-পুত্র৷ এফইআর-এ নাম রয়েছে তাঁর৷ সূত্রের খবর, আশিস মিশ্রকে জিজ্ঞাসাবাদ করছেন খোদ ডিআইজি৷ তার জন্য ৩২টি প্রশ্নের একটি তালিকা তৈরি করা হয়েছে।
আরও পড়ুন- এবার ইস্যু ছত্তিসগড়, কংগ্রেসকে খোঁচা মেরেই চলেছে ঘাসফুল
লখিমপুর খেরির ঘটনার সময় তিনি ঠিক কোথায় ছিলেন? তিনি কি উপ মুখ্যমন্ত্রীকে আনতে গিয়েছিলেন? তাঁর সঙ্গে কারা কারা ছিলেন? এই সকল প্রশ্নের উত্তর জানতে চাওয়া হচ্ছে তাঁর কাছে৷ মন্ত্রী-পুত্রকে জেরা করার এই গোটা পর্বটি ভিডিওগ্রাফি করা হচ্ছে বলেও সূত্রের খবর। অন্যদিকে, আশিস মিশ্রর গ্রেফতারির দাবিতে লখিমপুরকাণ্ডে নিহত সাংবাদিক রমন কাশ্যপের বাড়ির সামনে আজ অনশনে বসেন কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু। তবে মন্ত্রী-পুত্র পুলিশের কাছে হাজিরা দিতেই অনশন প্রত্যাহার করে নেনে তিনি৷
গাড়িতে পিষে এবং গুলি করে কৃষকদের খুন করার অভিযোগ রয়েছে মন্ত্রী-পুত্র আশিস মিশ্রের বিরুদ্ধে। তাঁকে গ্রেফতারের দাবিকে ক্রমশ চাপ বাড়াচ্ছিল বিরোধীরা৷ সেই চাপের মুখে আশিস মিশ্রকে নোটিশ পাঠায় উত্তরপ্রদেশ পুলিশ৷ তবে পুলিশের সমন উপেক্ষা করে হাজিরাও এড়িয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু শনিবার সকালে দলীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র জানান, খুব শীঘ্রই পুলিশের সামনে হাজিরা দেবে তাঁর ছেলে৷ এর কিছু পরেই পুলিশের কাছ পৌঁছন আশিস মিশ্র৷