জঙ্গীদের গুলি ঝাঁঝরা করে দিয়েছিল তাঁর স্বামীকে, বদলা নিতে আজ সেনা অফিসার জ্যোতি

জঙ্গীদের গুলি ঝাঁঝরা করে দিয়েছিল তাঁর স্বামীকে, বদলা নিতে আজ সেনা অফিসার জ্যোতি

 নয়াদিল্লি:  ২০১৮ সালের ১১ এপ্রিল৷ সন্ত্রাসবাদীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল তাঁর স্বামীর শরীর৷ গুলিবিদ্ধ হয়ে মারা যান সেনা অফিসার দীপক নেনওয়াল৷ স্বামীর মৃত্যুর পর জীবন থমকে গিয়েছিল জ্যোতির৷ দুই সন্তানকে কী ভাবে একা মানুষ করবেন? সব যেন শূন্য৷ দিশেহারা জ্যোতি ডুবে গিয়েছিলেন অন্ধকারে৷ শরীর-মন ভেঙে পড়তে থাকে৷ তিন বছর পর সেই জ্যোতিই আজ লেফটেন্যান্ট৷ মৃত স্বামীর গর্ব৷

আরও পড়ুন- কাটছে ভাইরাস আতঙ্ক, আন্তর্জাতিক বিমান পরিষেবা নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

২০১৮ সালের ১১ এপ্রিল যেদিন গুলিবিদ্ধ হন দীপক, সেদিন ঘটনাস্থলে কিন্তু মারা যাননি তিনি৷ বরং তাঁকে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরিয়ে এনেছিলেন সঙ্গীরা৷ তার পর টানা ৪০ দিন মৃত্যুর সঙ্গে চলে অসম লড়াই৷ ৪০ দিন শয্যাশায়ী অবস্থায় চিকিৎসা চলার পর মৃত্যু হয় দীপকের৷ আর দীপকের মৃত্যুর পরেই আলো নিভে যায় জ্যোতির জীবনে৷ জ্যোতি যখন ক্রমশ ভেঙে পড়ছেন, তখন তাঁর মনে নতুন করে বেঁচে থাকার উদ্দীপনা জাগান তাঁর মা৷ মায়ের অনুপ্রেরণাতেই চেন্নাইয়ের অফিসারস ট্রেনিং অ্যাকাডেমি থেকে পাশ করেন জ্যোতি৷ 

জ্যোতি

স্বামীর মৃত্যুর পর জ্যোতির নিজস্ব কোনও উপার্জন ছিল না৷ সন্তানদের মানুষ করার চিন্তা তাঁকে ভাবাচ্ছিল৷ সন্তানদের স্বার্থেই মায়ের পরামর্শে তিনি ঘুরে দাঁড়ানোর শপথ নেন৷ মনস্থির করেন স্বামীর মতোই সেনা অফিসার হবেন৷ বদলা নেবেন স্বামীর মৃত্যুর৷ কিন্তু কোন পথে এগোবেন বুঝতে পারছিলেন না৷ সেই সময় তাঁকে প্রস্তুতির পথ দেখান দুই সেনা অফিসার৷ জ্যোতিকে সব রকম সাহায্য করেন তাঁরা৷ শুরু হয় সেনা অফিসার হওয়ার লড়াই৷ নিজেকে সশস্ত্র সেনা হিসাবে প্রতিষ্ঠা করাই ছিল জ্যোতির চ্যালেঞ্জ৷ লক্ষ্যে অবিচল থেকে শুরু হয় প্রস্তুতি৷ 

জ্যোতি

এত বড় ধাক্কা সামলে ইচ্ছাশক্তির উপর ভর করেই উঠে দাঁড়ান জ্যোতি নেনওয়াল৷ কঠিন পরীক্ষায় পাশ করার পর ১১ মাস কঠোর প্রশিক্ষণ৷ চেন্নাইয়ে প্রশিক্ষণ নেওয়ার পর লেফটেন্যান্ট হিসাবে কাজে যোগ দেন জ্যোতি৷ জ্যোতির দুই সন্তান৷ মেয়ে লাবণ্যর বয়স ৯ বছর, ছেলে রেয়াংশের বয়স ৭৷ বাবার পর তাদের গর্ব তাদের মা৷ বাবার মতোই মাকে সেনার পোশাকে দেখে গর্বে ভরে ওঠে ওদের বুক৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 18 =