চলন্ত গাড়িতে ৬ বছরের শিশুসহ মহিলাকে গণধর্ষণ, ভয়ঙ্কর ঘটনা হরিদ্বারে

চলন্ত গাড়িতে ৬ বছরের শিশুসহ মহিলাকে গণধর্ষণ, ভয়ঙ্কর ঘটনা হরিদ্বারে

রুরকি: ফের পৈশাচিক গণধর্ষণের ঘটনা দেশে। এবার চলন্ত গাড়িতে মায়ের সঙ্গে গণধর্ষণের শিকার হল ছয় বছরের এক শিশুও। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উত্তরাখণ্ডের মন্দির শহর হরিদ্বারে। জানা যাচ্ছে হরিদ্বারের রুরকিতে রবিবার রাতে যখন একটি ধর্মীয় স্থান থেকে বাড়ি ফিরছিলেন ঐ মহিলা এবং তার ৬ বছরের শিশুকন্যা তখনই তাঁদের গাড়িতে তুলে ধর্ষণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন- সিভিক পুলিশ, সিভিক সেনা, এবার সিভিক শিক্ষক! কটাক্ষ সেলিমের

উত্তরাখান্ড পুলিশ এই ঘটনা প্রসঙ্গে সোমবার সকালে জানিয়েছে, রবিবার রাতের রুরকির একটি ধর্মীয় স্থান থেকে যখন বাড়ি ফিরছিলেন ধর্ষিতা ওই মহিলা এবং তার ছয় বছরের শিশুকন্যা তখনই তাঁদের গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন অপিরিচিত এক যুবক। রাত হয়ে যাওয়ায় সোনু নামের ওই যুবকের প্রস্তাবে রাজিও হয়ে যান মহিলা। এরপরই ওই মহিলা এবং তাঁর মেয়েকে গাড়িতে তুলে নিয়ে চলন্ত গাড়িতেই তাঁদের ধর্ষণ করে অভিযুক্ত ওই গাড়ির চালক সোনু এবং তার কয়েকজন বন্ধু। ধর্ষণের পর তাঁদের দুজনকেই একটি ক্যানালে ছুড়ে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ।

এই ঘটনার পর রবিবার রাতে এই মহিলাই কোনওক্রমে নিকটবর্তী থানায় গিয়ে পুরো বিষয়টি পুলিশ আধিকারিকদের জানিয়েছেন। তবে ওই গাড়িতে ঠিক কতজন ছিল তা এখনও জানা যায়নি। ওই মহিলাও এই ব্যাপারে স্পষ্ট কিছু বলতে পারেননি। তবে পুলিশ সূত্রে খবর, ধর্ষিতা ওই মহিলা শুধুমাত্র গাড়ির চালক সোনুর নামই পুলিশ আধিকারিকদের জানাতে পেরেছেন। ইতিমধ্যেই ওই মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অন্যদিকে এ ঘটনায় গুরুতর আহত ওই মহিলা এবং তার ছয় বছরের শিশুকন্যাকে রুরকি সিভিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। তাঁদের যে ধর্ষণ করা হয়েছে ইতিমধ্যেই সেই বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 1 =