স্বামীর সঙ্গে থাকতে বাধ্য নন স্ত্রী! রায় সর্বোচ্চ আদালতের

স্বামীর সঙ্গে থাকতে বাধ্য নন স্ত্রী! রায় সর্বোচ্চ আদালতের

 

নয়াদিল্লি: স্ত্রীকে তার সঙ্গেই থাকতে হবে, এমন আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়ে ছিলেন এক জনৈক ব্যক্তি। সেই মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, স্ত্রী দাসি বা অস্থাবর সম্পত্তি নয়, স্বামীর সঙ্গে থাকতে বাধ্য নয় তারা। 

আরও পড়ুন- ‘কামব্যাক’ ঘোষণার পরেই রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত! আলোচনায় শশীকলা

২০১৩ সালে এক মামলার জেরে শুনানিতে এক মহিলা জানিয়েছিলেন তার ওপর পনের জন্য নির্যাতন চালানো হয়। স্বামী তার ওপর নির্যাতন করেন, একইসঙ্গে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করেন। পরবর্তী ক্ষেত্রে খোরপোষের জন্য মামলা করেন ওই মহিলা। যদিও পরবর্তী ক্ষেত্রে ওই ব্যক্তি আদালতকে জানান যে তিনি নিজের স্ত্রীর সঙ্গে থাকতে চান, তাহলে কেন খোরপোষের প্রসঙ্গ উঠছে। একই সঙ্গে ওই ব্যক্তির আইনজীবী ওই মহিলাকে স্বামীর কাছে ফিরে যাবার জন্য বাধ্য করতে থাকে। এই মামলার প্রেক্ষিতে এবার সুপ্রিম কোর্ট রায় দিলো, স্বামীর কাছে থাকতে বাধ্য নন স্ত্রী। তিনি যদি কোথাও যেতে না চান তাহলে তাকে জোর করে পাঠানো যাবে না। এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রশ্ন, মহিলারা দাসী নাকি যে স্বামীর সঙ্গে থাকতে বাধ্য হবেন? 

আরও পড়ুন- EPF সুদের হারে বড়সড় পতন! মাথায় হাত সাড়ে ৬ কোটি গ্রাহকের

বিশেষজ্ঞ মহলের দাবি, এই রায় দিয়ে সুপ্রিম কোর্টের এই রায় নারী মর্যাদা এবং নারী সুরক্ষার দিকে আরো অনেক ধাপ এগিয়ে দিয়েছে দেশকে। এর আগে একাধিক বিষয়ে ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। যার মধ্যে ধারা ৩৭৭ রয়েছে, রয়েছে ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায়। এবার নারী সুরক্ষা এবং নারী মর্যাদা নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ রায় দিল দেশের সর্বোচ্চ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =