নয়াদিল্লি: দেশের পরবর্তী প্রথম নাগরিক কে হতে চলেছেন? বৃহস্পতিবার তা জানা যাবে। এদিন আর কয়েক ঘণ্টা পরেই সব পরিষ্কার হয়ে যাবে যে পঞ্চদশ রাষ্ট্রপতি কে হতে চলেছেন। লড়াই ছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু এবং বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহার মধ্যে। তবে অনেকেই মনে করছেন যে, সরকার পক্ষের প্রার্থীর পাল্লা ভারি? সত্যি কি তাই? জানার সময় চলে এসেছে।
আরও পড়ুন- বাঁশদ্রোণীতে উঠতি মডেলের রহস্যমৃত্যু, কেন প্রাণ গেল পূজার? তদন্তে পুলিশ
সোমবার হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। ভোট পড়েছে ৯৮.৯ শতাংশ। এমনটাই জানান হয়েছিল। বিধানসভা বা লোকসভা চত্বরে কোনও গন্ডগোল না হলেও বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহা অভিযোগ তুলেছিলেন যে এই নির্বাচনেও টাকা দিয়ে ভোট করানো হয়েছে। যদিও সেই অভিযোগে পাত্তা দেয়নি সরকার শিবির। কারণ তারা প্রথম থেকেই দাবি করে এসেছেন যে বিপুল ভোটে তাদের প্রার্থীই জিততে চলেছে।
সংসদের উভয় কক্ষে মোট ৭৭৬ জন সাংসদ রয়েছেন। তাই প্রতিটি সাংসদের ভোটের মূল্য দাঁড়ায় ৫.৪৩ লক্ষ ভাগ ৭৭৬। যার ফলাফল হয় ৭০০। বিধানসভা এবং সংসদের দুটি কক্ষ মিলিয়ে মোট ভোটের পরিমাণ দাঁড়ায় ১০.৮৬ লক্ষ। যিনি সবচেয়ে বেশি ভোট পান, তিনিই বিজয়ী ঘোষিত হন। এখন এটাই দেখার এই দু’জনের মধ্যে কে রাইসিনা হিলসের কুর্সিতে বসেন।