বেসরকারি হাসপাতালে কোন টিকার মূল্য কত? সর্বোচ্চ দাম জানিয়ে দিল কেন্দ্র

বেসরকারি হাসপাতালে কোন টিকার মূল্য কত? সর্বোচ্চ দাম জানিয়ে দিল কেন্দ্র

f7e4f2194c4c52b543d872a196eddf10

নয়াদিল্লি: ১৮ ঊর্ধ্ব দেশের সকল নাগরিককে টিকা দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সমস্ত সরকারি হাসপাতাল, টিকা কেন্দ্র থেকে মিলবে বিনামূল্যে করোনা ভ্যাকসিন৷ তবে বেসরকারি হাসপাতাল থেকে টিকা নিতে হবে দাম দিয়েই৷ সে ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয়, তা নিয়ে সতর্ক দিল্লি৷ আগে থেকেই কোন টিকার জন্য কত খরচ হবে, সেই দাম বেঁধে দিল কেন্দ্র৷ এছাড়াও বলা হয়েছে টিকার দামের উপর ১৫০ টাকার বেশি পরিষেবা কর নেওয়া যাবে না৷ 

আরও পড়ুন- কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, ১ জুলাই থেকেই বাড়ছে মহার্ঘভাতা

বর্তমানে দেশে তিনটি টিকা রয়েছে৷ সেগুলি হল কোভ্যাক্সিন, কোভিশিল্ড ও স্পুটনিক ভি৷ এর মধ্যে সবচেয়ে দামি কোভ্যাক্সিন৷ এই টিকার দাম ১ হাজার ৪১০ টাকা৷ কোভিশিল্ডের দাম ৭৮০ টাকা ও স্পুটনিক ভি’র দাম পড়বে ১ হাজার ১৪৫ টাকা৷ এই দামের বাইরে যেতে পারবে না বেসরকারি হাসপাতালগুলি৷ এক্ষেত্রে যাতে কোনও দুর্নীতি না হয়, সে দিকেও নজর রাখতে বলা হয়েছে৷ কোনও হাসপাতাল সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি টাকা নিলে তাদের বিরুদ্ধে মহামারি আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও কেন্দ্রের তরফে সাফ নির্দেশ দেওয়া হয়েছে৷ 
 

এদিকে ১৮ ঊর্ধ্ব সকল নাগরিককে বিনা মূল্যে টিকা দিতে কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত ১০ থেকে ১৫ হাজার কোটি টাকা খরচ হবে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ইতিমধ্যেই ৪৪ কোটি টিকার বরাত দেওয়া হয়েছে৷ অগাস্ট মাসের মধ্যেই এই টিকা কেন্দ্রের হাতে চলে আসবে৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *