নয়াদিল্লি: বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘভাতা বা ডিএ৷ ১ জুলাই থেকে তা কার্যকর হবে৷ মহার্ঘভাতা ১৭ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশ করা হবে বলে ঘোষণা করা হয়েছে৷ তবে ডিএ বাড়ালেও ‘এরিয়ার’ বা বকেয়া টাকা মিলবে না৷ এক্ষেত্রে আগের সিদ্ধান্তই বহাল থাকবে৷
আরও পড়ুন- ভারতে পা দিলেই নাকি করোনা শেষ হয়ে যাবে, দাবি স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দর
গত বছর দেশদুড়ে লকডাউন ঘোষণা হওয়ার পরই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা স্থগিত রাখার কথা ঘোষণা হয়েছিল৷ ২০১৯-এর ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয় সরকারের ডিএ ছিল ১৭ শতাংশ৷ মার্চে সিদ্ধান্ত হয় ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হবে এবং তা কার্যকর হবে ২০২০-র ১ জানুয়ারি থেকে৷ কিন্তু করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে সরকারের রাজস্ব কমে যায়৷ তার উপর বৃদ্ধিপায় কোভিড মোকাবিলার খরচ৷ যার জেরেই ২০২১ সালের জুন পর্যন্ত ডিএ বৃদ্ধি স্থগিত রাখা হয়৷
মহার্ঘভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হলেও এরিয়ার বা বকেয়া টাকা দেওয়া হবে না৷ কারণ সোমবারই প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন ১৮ ঊর্ধ্ব সকল নাগরিককে বিনা টাকায় ভ্যাকসিন দেওয়া হবে৷ পাশাপাশি দীপাবলি পর্যন্ত ৮০ কোটি মানুষকে দেওয়া হবে বিনামূল্যে রেশন৷ টিকারকরণের জন্য খরচ হবে প্রায় ১০ থেকে ১৫ হাজার কোটি টাকা৷ রেশনের জন্য খরচ হবে ১.১ থেকে ১.৩ লক্ষ কোটি টাকা৷ দুটি ক্ষেত্র মিলিয়ে সরকারের মোট খরচ হবে প্রায় ১.৪৫ লক্ষ কোটি টাকা৷