ভারতে পা দিলেই নাকি করোনা শেষ হয়ে যাবে, দাবি স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দর

ভারতে পা দিলেই নাকি করোনা শেষ হয়ে যাবে, দাবি স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দর

নয়াদিল্লি: যোগগুরুর পর ধর্মগুরু! এবার এক ধর্মগুরু দাবি করলেন, ভারতে করোনা নামক অতিমারি দূর করতে তিনিই একমাত্র পথ৷ তিনি ভারতে পা দিলেই নাকি এদেশে করোনা শেষ হয়ে যাবে এবং দেশ ছেড়ে পালাবে৷ এই দাবি করেছেন শিশু নিগ্রহ এবং ধর্ষণে অভিযুক্ত পলাতক স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দ৷ সম্প্রতি একটি ভিডিওয় এই বার্তা দিয়েছেন তিনি৷ আর ইতিমধ্যে সেই নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম।

জানা গিয়েছে, সম্প্রতি স্বঘোষিত এই ধর্মগুরু নিত্যানন্দকে সোশ্যাল মিডিয়ায় তাঁর এক ভক্ত জিজ্ঞাসা করেন, ভারত থেকে কবে যাবে করোনা? তারই উত্তরে নিত্যানন্দ বলেন, ‘দেবী আম্মান আমার শরীরে প্রবেশ করেছে। আমি ভারতের মাটিতে পা রাখলেই ভারতে করোনা শেষ হয়ে যাবে এবং দেশ থেকে পালাবে।’ ইতিমধ্যে তাঁর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এরপর সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্নও করেছেন, করোনা তাড়াতে কবে ভারতে পা রাখবেন স্বঘোষিত এই ধর্মগুরু?

উল্লেখ্য, শিশু নিগ্রহ ও নাবালিকাদের ধর্ষণ এবং অপহরণ করে আশ্রমে আটকে রাখার মতো অনেকগুলি গুরুতর মামলা রয়েছে স্বঘোষিত গডম্যান স্বামী নিত্যানন্দের বিরুদ্ধে৷ নানা ভক্তিমূলক ও আধ্যা ত্মিক টিভি চ্যামনেলে তিনি ধর্মীয় আলোচনায় অংশ নিতেন৷ এই ভাবে ভারত ও ভারতের বাইরে কোটি কোটি ভক্তও হয়েছিল তাঁর৷ কিন্তু তাঁর আসল চেহারা ফাঁস হতে বেশি সময় লাগেনি। ধর্ষণের অভিযোগ পেয়েই তাঁকে গ্রেফতার করার প্রস্তুতি নিচ্ছিল গুজরাট পুলিশ। তখনই তড়িঘড়ি দেশ ছেড়ে পালিয়ে যান এই গডম্যান এবং ইকুয়েডরের একটি দ্বীপে দিয়ে আস্তানা গাড়েন৷ এমনকি আস্ত একটা দ্বীপ কিনে নিজের দেশই বানিয়ে ফেলেন এই স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দ৷ দেশের নাম দেন ‘কৈলাস’৷ ওখান থেকেই একের পর এক ভিডিও প্রকাশ করেন। ইউএন অথরিটির কাছে কৈলাসকে স্বতন্ত্র দেশ ঘোষণা করার দাবিও জানিয়েছিলেন নিত্যানন্দ৷ করোনার সময়ে ভারতীয়দের ওই দ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞাও জারি করেন তিনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 4 =