৩২৪ ধারা কী? কী বলছে সংবিধান?

নয়াদিল্লি: দেশের ইতিহাসে সম্ভবত প্রথম, নির্বাচনী হিংসা রুখতে কার্যত ব্যর্থ নির্বাচন কমিশন রাজ্যে ৩২৪ ধারা জারি করল৷ পরসারিত স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য৷ তৃতীয় বারের জন্য অপসারণ রাজীব কুমার৷ নির্দেশ কার্যকরে শুক্রবার সকাল ১০টার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে কমিশন৷ নির্বাচন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা মমতার ৩২৪ ধারা কী? কী বলছে সংবিধান? ১৯৫০ সালের ২৫ জানুয়ারি

cae7f31e4a8e224d209e6bfef6e290c9

৩২৪ ধারা কী? কী বলছে সংবিধান?

নয়াদিল্লি: দেশের ইতিহাসে সম্ভবত প্রথম, নির্বাচনী হিংসা রুখতে কার্যত ব্যর্থ নির্বাচন কমিশন রাজ্যে ৩২৪ ধারা জারি করল৷ পরসারিত স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য৷ তৃতীয় বারের জন্য অপসারণ রাজীব কুমার৷ নির্দেশ কার্যকরে শুক্রবার সকাল ১০টার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে কমিশন৷

নির্বাচন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা মমতার

৩২৪ ধারা কী? কী বলছে সংবিধান?

১৯৫০ সালের ২৫ জানুয়ারি গঠিত হয় প্রথম নির্বাচন কমিশন৷ ভারতের প্রথম নির্বাচন হয়ে ছিল ১৯৫১-৫২ সালে৷ সেটি শেষ করতে সময় লেগে ছিল তিন মাস। ১৯৬২ থেকে ৮৯ সালের মধ্যকার নির্বাচনগুলিতে সময় লেগে ছিলি ৪-১০দিন৷ সবচেয়ে কম চারদিন সময় লেগেছিলি ১৯৮০ সালের নির্বাচনে৷

BIG NEWS: মমতা ‘ঘনিষ্ঠা’ স্বরাষ্ট্রসচিবকে সরাল নির্বাচন কমিশন

স্বাধীন হওয়ার পর প্রথম সাধারণ নির্বাচন থেকেই এই ধারা নির্বাচন কমিশনকে দেওয়া হয়৷ সেখানে ভারতীয় সংবিধানে সাফ জানিয়ে দেওয়া হয়, ৩২৪ ধারা প্রয়োগ করে নির্বাচন কমিশন যেকোনও সংবিধানিক এলাকায় স্বাধীন ক্ষমতার মাধ্যমে নির্বাচন পরিচালোনা করাতে পারবে৷ নির্বাচন করাতে পূর্ণ দখল থাকে কমিশনের হাতে৷ রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতির তত্বাবধানে নির্বাচন নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে পারবে৷

বাংলার ৯ কেন্দ্রে ভোট প্রচারে নিষেধাজ্ঞা জারি কমিশনের

আজ সন্ধ্যায়, সাংবাদিক বৈঠক করে উপনির্বাচন কমিশনার বলেন, সম্ভবত প্রথামবার এই ঘটনা ঘটছে। ২৪ ঘণটার হিংসের কথা মাথায় রেখেই রাজ্যে ৩২৪ ধারা বলবৎ করা হচ্ছে৷ আগামী শুক্রবার পর্যন্ত প্রচারের নির্ধারিত সময় ছিল। এখন তা কমিয়ে বৃহস্পতিবার করা হয়েছে। ২০০৭-২০১১ রাজ্যে তুমুল হিংসার আবহে এই রকম ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *