নয়াদিল্লি: তিনি এই ধরণের ঘটনার সম্মুখীন হয়েছেন আগেও। একবার ফের হলেন। গুজরাটে গরবা অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অস্বস্তিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দিক লক্ষ্য করে ছুঁড়ে মারা হল জলের বোতল। যদিও সেটি তাঁর গায়ে লাগেনি কিন্তু এই ঘটনা আবার তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি করে দিয়েছে। এদিন আবার তাঁর সঙ্গে ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও।
আরও পড়ুন- সাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত, আকাশে মেঘের গর্জন, পুজোয় কতটা বৃষ্টি, জানাল IMD
ঠিক কী ঘটেছে? জানা গিয়েছে, রাজকোটে একটি গরবা অনুষ্ঠানে যোগ দিতে খোড়ালধাম মন্দিরে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পাশাপাশি বেশ কিছু দলীয় কর্মী-সমর্থকও তাঁর সঙ্গে ছিলেন। সেখানেই আচমকা কেজরিওয়ালকে কেউ বোতল ছুঁড়ে মারার চেষ্টা করে। ভাগ্যবশত সেটি তাঁর গায়ে বা কারোর গায়েইই লাগেনি। যদিও যিনি এই কাজ করেছেন, সেই ব্যক্তিকে ধরতে পারা যায়নি বা তার পরিচয় সম্পর্কেও কিছু জানা যায়নি। কিন্তু এই ঘটনা স্বাভাবিকভাবে ফের জাতীয় রাজনীতির উত্তাপ বাড়িয়েছে।
খোদ মোদী রাজ্যে এই ঘটনার নিন্দা করেছে বিরোধীরা। যদিও এই প্রথমবার এমন ঘটনা দিল্লির মুখ্যমন্ত্রী সঙ্গে ঘটল না। আগে তাঁকে কেউ মারতে উদ্যত হয়েছিল, আবার কেউ তাঁর মুখে কালি লাগানোরও চেষ্টা করে। এখন এই ঘটনায় কেউ পাকড়াও হয় কিনা সেটা দেখার।