করোনার থাবা এবার গ্রামাঞ্চলেও, দেখা দিতে পারে খাদ্য সঙ্কট, আশঙ্কা

করোনার থাবা এবার গ্রামাঞ্চলেও, দেখা দিতে পারে খাদ্য সঙ্কট, আশঙ্কা

নয়াদিল্লি:  করোনা আতঙ্ক ক্রমশ গ্রাস করছে গ্রামাঞ্চলেও৷ আগে মূলত করোনা সংক্রমণ দেখা যাচ্ছিল শহরগুলিতে৷ কিন্তু দ্বিতীয় ঢেউ থাবা বসিয়েছে গ্রামগুলিতেও৷ যার জেরে সার্ভিস সেক্টরগুলি রিকভার হতে অনেকটাই সময় লেগে যাচ্ছে৷ কিছু অর্থনীতিবিদ উদ্বেগ প্রকাশ করে বলেছন, বেশ কয়েকটা রাজ্যে লকডাউন আর সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের প্রভাব সম্ভবত আগের বারের চেয়েও বেশি হতে চলেছে৷ 

আরও পড়ুন- এবার ৪০ জন ভবঘুরে কোভিড আক্রান্ত রোগীর অন্ন জোগাবে পুলিশ!

গ্রামীণ অর্থনীতির উপর সংক্রমণের বেশ ভালো প্রভাব পড়তে চলেছে বলেই আশঙ্কা৷ দুটি দিক থেকে এই প্রভাব পড়তে পারে৷ প্রথমত- স্বাভাবিক বর্ষার পূর্বাভাসের পরেও প্রাথমিক মান্ডি স্তরে সরবরাহ বিঘ্নিত হওয়ায় খাদ্যের মূল্যবৃদ্ধি হতে পারে৷ দ্বিতীয়ত, গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প মনরেগা (MGNREGA)-র মাধ্যমে কর্মসংস্থান প্রশ্নের মুখে পড়তে পারে৷ অথচ গত বছর মনরেগার মাধ্যমে গ্রামীণ অঞ্চলে প্রচুর কর্মসংস্থান হয়েছিল৷ সংক্রমণের প্রথম ঢেউয়ের মতো এবারও গ্রামীণ মাণ্ডিগুলো থেকে শহরের মান্ডিগুলিতে খাদ্য সামগ্রী সরবরাহ বেশ কিছুটা বিঘ্নিত হতে পারে৷ 

প্রাক্তন চিফ স্ট্যাটিস্টিশিয়ান অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়া প্রোগ্রাম অফ দা ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের কানট্রি ডিরেক্টর প্রণব সেন বলেন, ‘‘মানুষের মধ্যে যদি ভয় থাকে, তাহলে ভালো ফসল উৎপাদন সম্ভব নয়৷ গ্রামীন এলাকা এর জন্য প্রস্তুত নয়৷ এবার গ্রামীন স্তরেই উৎপাদন বিঘ্নিত হতে পারে৷ ফলে কৃষিপণ্যে ঘাটতি দেখা দিতে পারে৷ তাই খাদ্য সঙ্কট নিয়ে আমি শঙ্কিত৷’’ সেন আর বলেন, ‘‘শুধু আমরা এই সমস্যার সম্মুখীন নই, উন্নয়নশীল প্রতিটি দেশেই এই সমস্যা দেখা দিয়েছে৷ যেখানে ব্যহত কৃষিজ উৎপাদন৷ আমরা জানি না, আমরা কী ধরনের আশা রাখব৷ তবে আমার মনে হয় এর জেরে বিশ্ববাজারে খাদ্য দ্রব্যের দাম বৃদ্ধি পাবে৷’’  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *