এবার ৪০ জন ভবঘুরে কোভিড আক্রান্ত রোগীর অন্ন জোগাবে পুলিশ!

এবার ৪০ জন ভবঘুরে কোভিড আক্রান্ত রোগীর অন্ন জোগাবে পুলিশ!

 
জয়পুর: করোনা নামক অতিমারিতে রোজ সোশ্যাল মিডিয়ায় বা সংবাদমাধ্যমে মিলিছে বেশ কিছু ভালো খবর৷ এবার পুলিশের মানবিক ছবিটা ফুটে উঠছে নেট দুনিয়ায়৷ এবার কোভিড আক্রান্তদের আবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল পুলিশ৷ সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা পাবেন রোগীরা৷ রাজস্থানের জয়পুরে স্থানীয় পুলিশের উদ্যোগে বেছে নেওয়া হয়েছে ৪০ জন ভবঘুরেকে৷ তাঁরা রান্না করবেন ৷ তার পর সেই রান্না করা খাবার নিজেরাই পৌঁছে দেবেন শহরের প্রায় ৪ হাজার কোভিড আক্রান্তের কাছে৷

গৃহহীন এই ভবঘুরেরা গোলাপি শহরের রাজপথে মূলত ভিক্ষাবৃত্তি করেই দিন কাটাতেন৷ পুলিশই নিজেদের উদ্যোগে তাঁদের চিহ্নিত করেছে৷ তারপর তাঁদের মধ্যে থেকে ৪0 জনকে বেছে নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৷ এই উদ্যোগ রাজস্থান স্কিল অ্যান্ড লাইভলিহুডস ডেভলপমেন্ট কর্পোরেশনের৷ ভবঘুরেদের চিহ্নিত করে প্রশিক্ষিত করার কাজ শুরু করা হয়েছিল জানুয়ারি মাস থেকে৷ তাঁদের কাজের দায়িত্ব বিভিন্ন শিফটে ভাগ করে দেওয়া হয়েছে ৷ প্রত্যেক শিফটে ১০ জন করে রান্নার দায়িত্ব সামলাচ্ছেন ৷ বাকিরা খেয়াল রাখছেন খাবার পৌঁছে দেওয়া-সহ অন্য কাজে ৷ এই অভিনব উদ্যোগে এবার উপকৃত হবেন জয়পুরের অসংখ্য কোভিড রোগী৷ এই উদ্যোগে সামিল স্বেচ্ছাসেবী সংস্থা ৷ তারা জানিয়েছে, এই কাজের মাধ্যমেই ভবঘুরেদের মধ্যে মানসিক পরিবর্তন ধরা পড়েছে৷ আগে তাঁরা নিজেরাই দু’বেলা দুমুঠো অন্ন জোগাড় করতে বা অর্থের জন্য হাত পাততেন ৷ এখন তাঁদের জন্যই খেতে পাবেন কোভিড আক্রান্তরা ৷ সেবামূলক এই কাজের জন্য কোনও পারিশ্রমিকও চাননি এই মানুষগুলি৷

সম্পূর্ণ কোভিডবিধি মেনে কাজ করছেন তাঁরা৷ নিয়মিত তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে৷ উদ্যোক্তারা জানিয়েছেন, প্রথম দিকে এই ভবঘুরেদের দিয়ে কাজ করাতে কিছুটা সমস্যা হলেও, যত দিন এগিয়েছে, তাঁরা নিজেরাই স্বতস্ফূর্ত ভাবে কাজ করেছেন ৷ সেবা করার মানসিকতাও দেখা দিয়েছে তাঁদের মধ্যে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − one =