এবার কি তৃণমূলে বরুণ গান্ধী? মমতার দিল্লি সফরের আগে জল্পনা তুঙ্গে

এবার কি তৃণমূলে বরুণ গান্ধী? মমতার দিল্লি সফরের আগে জল্পনা তুঙ্গে

কলকাতা:  বঙ্গ বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই এ রাজ্যে বিজেপি’তে ভাঙন ধরেছে৷ দলে দলে বিজেপি’র নেতা বিধায়করা তৃণমূল কংগ্রেস যোগ দিচ্ছেন৷ শুধু বিজেপি নয় কংগ্রেসের নেতারাও তৃণমূলে যোগ দিচ্ছেন৷ এবার সেই তালিকায় জুড়তে চলেছে আরও একটি বড় নাম৷ বরুণ গান্ধী তৃণমূলে যোগ দিতে পারেন বলে জাতীয় রাজনীতিতে জোড় জল্পনা৷  

আরও পড়ুন- CBI-ED প্রধানদের মেয়াদ বৃ্দ্ধির বিরোধিতা, সুপ্রিম কোর্টের দারস্থ কংগ্রেস

এমতাবস্থায় আগামী সপ্তাহে দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷  তাঁর দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল৷ মমতার গোয়া সফরের সময় সকলকে চমক দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ৷ দিল্লি সফরে কোনও চমক অপেক্ষা করছে কিনা, সেটাই দেখার অপেক্ষা৷ যদিও তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি৷ 

তৃণমূলের এক শীর্ষ নেতার কথায়, ‘‘বিজেপি’র উপর যে সকল নেতারা ক্ষুব্ধ এবং যাঁদের কাছে কংগ্রেসে যোগ দেওয়ার জায়গা নেই, তাঁদের গন্তব্য এখন তৃণমূল কংগ্রেস৷ কারণ এই মুহূর্তে বিজেপি’র বিরুদ্ধে যদি কোনও দল শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পারে, তাহলে তা তৃণমূল কংগ্রেস৷ এবং এই বিষয়টি এখন প্রায় সকলের কাছেই স্পষ্ট৷’’ দিল্লির দিকে তাকালে দেখা যাবে এই মুহূর্তে বরুণ গান্ধীর সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছে৷ তাঁকে এবং তাঁর মা মেনকা গান্ধীকে বিজেপি’র কেন্দ্রীয় কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ 

সম্প্রতি লখিমপুরে কৃষক হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন বরুণ৷ এমনকী গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসের নিন্দাতেও সরব হয়েছিলেন৷ ফলে বরুণ বিজেপি ছাড়লে তাঁর কাছে একমাত্র খোলা থাকবে তৃণমূল কংগ্রেসের পথ৷ কারণ কংগ্রেস পরিবারে ফেরা তাঁর পক্ষে সম্ভব নয়৷ বরুণ ছাড়াও তৃণমূলে যোগ দিতে পারেন জেডিএস থেকে বিএসপি-তে যোগ দেওয়া দানিশ আলি।  মতান্তরের জেরে গত বছর তাঁকে লোকসভার দলনেতার পথ থেকে সরিয়ে দিয়েছিলেন মায়াবতী৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − eleven =