নয়াদিল্লি: বিএসএফ সংক্রান্ত নয়া নির্দেশিকা নিয়ে তো কেন্দ্রের বিজেপি সরকার ইতিমধ্যেই বিরোধীদের তোপের মুখে পড়েছে। এরই সঙ্গে রয়েছে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রধানদের মেয়াদ বৃ্দ্ধির সিদ্ধান্ত, যা নিয়েও অসন্তোষ তুঙ্গে। সম্প্রতি কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। এবার দেশের শীর্ষ আদালতে গেল কংগ্রেসও। বৃহস্পতিবার এই বিষয়ে শীর্ষ আদালতে রিট পিটিশন দায়ের করেছেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা। তৃণমূলের হয়ে মামলা করেছেন সাংসদ মহুয়া মিত্র।
গত ১৪ নভেম্বর কেন্দ্রের তরফে একটি অর্ডিন্যান্স জারি করা হয়। সেখানে জানানো হয়, সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রধানদের কার্যকালের মেয়াদ ২ বছর থেকে বাড়িয়ে ৫ বছর করা হচ্ছে। পাশাপাশি, প্রতিরক্ষা সচিব, স্বরাষ্ট্রসচিব, RAW প্রধান ও আইবি প্রধানেরও মেয়াদ বৃদ্ধির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের নয়া এই সিদ্ধান্তের বিরোধিতা করছে বিরোধীরা। কংগ্রেসের স্পষ্ট বক্তব্য, কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে স্পষ্ট যে অসৎ উপায়ে তাঁদের পদের মেয়াদ বৃদ্ধি হচ্ছে এবং তাঁদের নিয়ন্ত্রণ করছে কেন্দ্র। এই সিদ্ধান্ত কার্যকর হলে বিচার ব্যবস্থা প্রভাবিত হতে পারে। অন্যদিকে, তৃণমূলের দাবি ছিল, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী৷ তার বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতের দারস্থ তারা।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে সারদা-নারদ, কয়লা-গরু পাচার কাণ্ডের তদন্ত করছে সিবিআই এবং ইডি। এই সময় তাঁদের শীর্ষ কর্তাদের মেয়াদ বৃদ্ধি ভালো চোখে দেখছে না বাংলার শাসক দল, রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত এমনটাই। মনে করা হচ্ছে, তদন্ত প্রক্রিয়া প্রভাবিত করতে এবং বিরোধীদের ওপর চাপ অব্যাহত রাখতেই তদন্তকারী সংস্থাগুলির শীর্ষ কর্তাদের মেয়াদ বাড়াতে তৎপর কেন্দ্র। সম্প্রতি, বিএসএফ-এর এলাকা বৃদ্ধি নিয়েও কেন্দ্র যে সিদ্ধান্ত নিয়েছে তাতেও ঘোর আপত্তি বিরোধীদের।