চেন্নাই: দেশে করোনাভাইরাস টিকাকরণ কর্মসূচি চালু হওয়ার পর বিভিন্ন পর্যটন কেন্দ্র একাধিক নিয়ম চালু করেছে। অনেক জায়গায় প্রবেশের জন্য ন্যূনতম একটি টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে, আবার কোথাও টিকার দুটি ডোজ নিয়ে প্রবেশ করতে হচ্ছে। কিন্তু এবার মদ কিনতে গেলেও দেখাতে হবে করোনাভাইরাস ভ্যাক্সিনেশন সার্টিফিকেট! সম্প্রতি এমন নির্দেশ বিতর্ক সৃষ্টি করেছে। রাজ্য সরকার পরিচালিত দোকান থেকে মদ কিনতে গেলে দেখতে চাওয়া হচ্ছে ভ্যাকসিন সার্টিফিকেট!
আরও পড়ুন- আফগান সীমান্তে জঙ্গি হামলা, ক্রমাগত বিস্ফোরণ! নিহত পাক-সেনা
আসলে তামিলনাড়ু নীলগিরি জেলার প্রশাসন এমন নিয়ম চালু করেছে। স্পষ্ট নির্দেশ দিয়ে জানানো হয়েছে যে, রাজ্য সরকার পরিচালিত যে মদের দোকান সেখান যদি কেউ মদ কিনতে চায় তাহলে তাকে দেখাতে হবে ভ্যাকসিন সার্টিফিকেট। টিকাকরণ সম্পূর্ণ হলে তবেই কেনা যাবে মদ! জেলার সমস্ত প্রাপ্তবয়স্ককে টিকাকরণের আওতায় আনতে এমন নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। এই প্রসঙ্গে সেখানকার জেলাশাসক জানাচ্ছেন, জেলায় বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং এখনও পর্যন্ত যারা টিকা পাওয়ার যোগ্যতা তাদের ৯৭ শতাংশকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু এখনো এমন কিছু মানুষ রয়েছেন যারা মদ খান কিন্তু টিকা নিতে চাইছেন না। তাদেরকে টিকা দেওয়ার জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- আফগানিস্তানে তালিবানকে ‘পথ দেখাক’ আন্তর্জাতিক দুনিয়া, আমেরিকাকে আর্জি চিনের
মদ্যপদের যুক্তি, করোনাভাইরাস ভ্যাকসিন নিলে পরবর্তী তিন-চারদিন মদ খাওয়া যাবে না তাই তারা টিকা নেবেন না! সেই কারণে এখনও জেলার ১০০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন জেলা শাসক। তাই যাতে সেই কাজ করা সম্ভব হয় সেই কারণেই মদ কিনতে গেলে ভ্যাকসিন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। তবে তিনি এও জানিয়েছেন, একটি মাত্র ভ্যাকসিন ডোজ নিলেও মদ কেনা যাবে।