বেঙ্গালুরু: ঋতুমতী অবস্থায় টিকা নেওয়া যায় কিনা, তা নিয়ে অনেকের মনেই দ্বিধা-দ্বন্দ্ব রয়েছে৷ গণ টিকাকরণ শুরু হওয়ার সময় থেকেই এ নিয়ে বিভিন্ন মন্তব্য ঘোরা ফেরা করছে৷ অনেকেই মনে করেন ঋতুস্রাব শুরু হওয়ার পাঁচ দিন আগে ও পাঁচ দিন পরের এই সময়কালে টিকা নেওয়া উচিত নয়৷ যদিও এই সমস্ত দাবি ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷ এর পরেও ঋতুমতী মহিলাদের টিকা দেওয়া নিয়ে তুলকালাম বাঁধল কর্ণাটকে৷ ঋতুমতী মহিলাদের টিকা দিতে অস্বীকার করল সে রাজ্যের বেশ কিছু ভ্যাকসিনেশন ক্যাম্প৷
আরও পড়ুন- চাপে মোদী-ম্যাক্রন! ফ্রান্সে ফের শুরু হচ্ছে রাফাল নিয়ে তদন্ত
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের তথ্য যাচাইকারী সংস্থার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ঋতুস্রাবের সঙ্গে টিকা নেওয়ার কোনও সম্পর্ক নেই৷ ঋতুমতী হওয়ার পাঁচ দিন আগে বা পাঁচ দিন পরে টিকা নিত হবে এর কোনও অর্থ নেই৷ মহিলাদের করোনা টিকা নেওয়ার ক্ষেত্রে ঋতুস্রাব কোনও অন্তরায় নয়৷ এর পরেও কর্ণাটকের একাধিক কেন্দ্রে ঋতুমতীদের টিকা দেওয়া হল না৷
আরও পড়ুন- ৫ শতাংশ কমল দেশের দৈনিক সংক্রমণ, লাগাম মৃত্যুর সংখ্যাতেও
জানা গিয়েছে, উত্তর কর্ণাটকের বেলাগাভি, রায়চুর সহ বিভিন্ন টিকা কেন্দ্রে আজ ঋতুমতীদের টিকা দিতে অস্বীকার করা হয়৷ যখনই মহিলারা টিকা নিতে ঢুকছেন, তাঁদের কাছে জানতে চাওয়া হচ্ছে তাঁরা ঋতুমতী কিনা৷ যাঁরাই বলছেন ঋতুমতী, তাঁদেরই ফিরিয়ে দেওয়া হচ্ছে৷ তাঁদের পাঁচ দিন পর টিকা নিতে আসতে বলা হচ্ছে৷ স্বাস্থ্যকর্মীদের দাবি, এই অবস্থায় টিকা নিলে রক্তক্ষরণ বাড়তে পারে৷ ফলে কষ্ট বাড়বে মহিলাদেরই৷