দুইয়ের বেশি সন্তান থাকলে সরকারি চাকরিতে ‘না’! পদক্ষেপ নিচ্ছে যোগী সরকার

দুইয়ের বেশি সন্তান থাকলে সরকারি চাকরিতে ‘না’! পদক্ষেপ নিচ্ছে যোগী সরকার

লখনউ: জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে এবার উদ্যোগী হল যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশ সরকার। কিছুদিন আগে অসম প্রশাসন জানিয়েছিল যে তাদের রাজ্যে দুই সন্তান নীতি চালু হবে। এবার কার্যত সেই পথে হেঁটেই পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ প্রশাসন। দুইয়ের বেশি সন্তান থাকলে সরকারি চাকরি মিলবে না, এমন পদক্ষেপ নেওয়ার পথে যোগী প্রশাসন। এই সংক্রান্ত বিল আনছে তারা।

জানা গিয়েছে, আগামী রবিবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিলের প্রথম খসড়া প্রকাশ করতে চলেছে উত্তরপ্রদেশ সরকার। ‌ যদিও এই বিল রাজ্য সরকারের কাছে পেশ না করে আগামী ১০ দিন জনমত সংগ্রহ করা হবে। পরবর্তী ক্ষেত্রে সেই বিল তুলে দেওয়া হবে রাজ্য সরকারের হাতে বলে জানা গিয়েছে। মোটামুটি যে পদক্ষেপ নিতে চলেছে উত্তরপ্রদেশ প্রশাসন তা হল, দুই বা তার কম সন্তান থাকলে তবেই সরকারি চাকরি পাবেন কেউ, একই সঙ্গে মিলবে সরকারি প্রকল্পের সুবিধা। কিন্তু যদি দুইয়ের বেশি সন্তান থাকে তাহলে প্রকল্পের সুবিধা মিলবে না এমনকি সরকারি চাকরির সুযোগ হাতছাড়া হবে। এছাড়া আরও জানানো হয়েছে, দারিদ্র সীমার নিচে বসবাস করা কোন দম্পতির যদি একটি সন্তান থাকে এবং তারা বন্ধাত্বকরণ এর অপারেশন করা হয় তাহলে সেই পরিবারকে ৮০ হাজার বা ১ লক্ষ টাকা দেওয়া হবে। পুত্র সন্তান থাকলে মিলবে ৮০ হাজার টাকা এবং কন্যা সন্তান থাকলে মিলবে ১ লক্ষ টাকা। উত্তরপ্রদেশ প্রশাসন মনে করছে যে অশিক্ষা এবং দারিদ্রের কারণেই জনসংখ্যা এত বিপুলভাবে বাড়ছে। সেই কারণেই এই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ভেবেছে তারা। 

আরও পড়ুন- জট কাটল উচ্চ প্রাথমিকে, স্থগিতাদেশ তুলে দিল হাইকোর্ট

আরও জানা গিয়েছে, উত্তর প্রদেশের বর্তমান প্রজন্মের হার ২.৭ শতাংশ যা আদতে হওয়া উচিত ২.১ শতাংশ! এই পরিসংখ্যানকে সামনে রেখেই যাবতীয় পদক্ষেপ নিতে চাইছে উত্তরপ্রদেশ সরকার। এমনকি এটাও লক্ষ্য করা গিয়েছে যে, জনসংখ্যার ব্যাপারে কিছু কিছু সম্প্রদায় একেবারেই সচেতন নয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *