চিনের ‘স্পাই’ বেলুন ঘিরে রহস্য, অবশেষে গুলি করে নামাল আমেরিকা!

চিনের ‘স্পাই’ বেলুন ঘিরে রহস্য, অবশেষে গুলি করে নামাল আমেরিকা!

ওয়াশিংটন: গত তিন-চার দিন ধরেই আমেরিকার আকাশে ঘোরাফেরা করছিল এক রহস্যজনক বেলুন৷ ওয়াশিংটনের দাবি, আকাশ পথে নজরদারি চালানোর জন্য এই বেলুন পাঠিয়েছে চিন৷ এই বেলুনকে নিয়ে চিন্তায় পড়েছিল মার্কিন প্রশাসন৷ আটলান্টিক উপকূলের উপর দিয়ে উড়ে বেড়ানো ওই চিনা স্পাই বেলুনের মধ্যে বিস্ফোরক থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছিল৷ সেই আশঙ্কাতেই বেলুনটি গুলি করে নামানো হচ্ছিল না৷ যে অঞ্চলের উপর দিয়ে এই দৈত্যাকার বেলুনটি উড়ছিল যেখানে রয়েছে মার্কিন সেনাবাহিনীর একাধিক ঘাঁটি রয়েছে। শনিবার রহস্যজনক সেই বেলুনটিকেই গুলি করে নামাল পেন্টাগন৷ আটলান্টিকের জলে সেটিকে ডুবিয়ে দেওয়া হয়েছে৷ এর পরেই গর্জে ওঠে চিন।

আরও পড়ুন- মার্কিন পরমাণু পরীক্ষণ কেন্দ্রের উপরে ঘুরপাক খাচ্ছে চিনা ‘স্পাই বেলুন’! কেন গুলি করা হচ্ছে না?

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ‘‘বেলুনটির বিষয় দেখে নেওয়া হবে৷’’ তাঁর এই আশ্বাসবাণী যে নেহাত কথার কথা নয়, তা কয়েক ঘণ্টার মধ্যেই স্পষ্ট হয়ে যায়৷ গুলি করে নামিয়ে আনা হয় চিনা বেলুন৷ এর পরেই বেজিংয়ের তরফে একটি বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, আমেরিকা যা করেছে তার ফল ভুগতে হবে। কড়ায়গণ্ডায় চিন এর জবাব দেবে। বেজিংয়ের বিদেশমন্ত্রকের মুখপাত্রের হুঁশিয়ারি, নাগরিক বিমান ব্যবহার করে যে ঘটনা ঘটানো হয়েছে তা সম্পূর্ণ অনৈতিক।

এই ঘটনায় চুপ নেই পেন্টাগনও৷ মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেছেন, ‘‘চিনের পাঠানো স্পাই বেলুন মার্কিন যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বকে বিপন্ন করছিল। তাই আইন মেনে এই পদক্ষেপ করা হয়েছে।” ওই বেলুনের সাহায্যে চিন যাতে কোনও গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য হাতিয়ে নিতে না পারে, সেই চেষ্টা আগেই শুরু করেছিল মার্কিন সরকার৷ 

যদিও চিনের দাবি, ওই বেলুনটি গুপ্তচরবৃত্তির জন্য ছিল না। বরং আটলান্টিক উপকূলে পরিবেশ, আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ করার কাজ করছিল। হাওয়ার ধাক্কায় সেটি নিজের গতিপথ বদলে আমেরিকার আকাশসীমায় ঢুকে পড়েছে। যদিও বেজিংয়ের এই দাবি গ্রহণযোগ্য বলে মনে করছে না পেন্টাগন৷ 

বৃহদাকার বেলুনটি প্রায় তিনটি বড় বাসের সমান। শনিবার সেটি লক্ষ্য করে গুলি করা হয়৷ বেলুনটি ফেটে যাওয়ার পর তা আটলান্টিকে পড়েছে। বেলুনের টুকরোগুলি সংগ্রহ করে পরীক্ষা চালাবে মার্কিন প্রশাসন৷ এরপর পেন্টাগন আর কী দাবি জানায়, সেটাই দেখার অপেক্ষা৷ 

আমেরিকার স্থানীয় সংবাদমাধ্যমগুলিতে চিনা গুপ্তচর বেলুন গুলি করে নামানোর ভিডিয়ো সম্প্রচারিত হয়েছে। সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ সেখানে দেখা গিয়েছে, গুলি চালানোর পরপরই উড়ন্ত দানবাকৃতি বেলুনে ছোট একটা বিস্ফোরণ হয়। বেলুনের গায়ে সৃষ্ট ছিদ্র দিয়ে হাওয়া বের হওয়ার পর সেটি ক্যারোলিনার উপকূলবর্তী এলাকায় সমুদ্রের উপরে গিয়ে পড়ে৷ বেলুনের অংশগুলি উদ্ধার করে আনার জন্য ইতিমধ্যে মার্কিন প্রশাসনের তরফে বেশ কয়েকটি জাহাজ পাঠানো হয়েছে৷