Aajbikel

মার্কিন পরমাণু পরীক্ষণ কেন্দ্রের উপরে ঘুরপাক খাচ্ছে চিনা ‘স্পাই বেলুন’! কেন গুলি করা হচ্ছে না?

 | 
স্পাই বেলুন

ওয়াশিংটন: মার্কিন এয়ারস্পেসের উপর ঘুরপাক খাচ্ছে চিনের নজরদারি বেলুন৷ তবে কি আমেরিকার উপরে আকাশ পথে নজর রাখছে ড্রাগনের দেশ? চিনের উপর নজরদারির ভয়ঙ্কর অভিযোগ তুলল পেন্টাগন৷ ওই স্পাই বেলুনের মধ্যে বিস্ফোরক থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে৷ তেমনটা হলে সাধারণ মানুষ বড় ক্ষতির মুখে পড়বে৷ সেই আশঙ্কাতেই এখনও পর্যন্ত বেলুনটিকে গুলি করে নামানো হয়নি বলে জানানো হয়েছে পেন্টাগনের তরফে। আমেরিকার এই দাবি সত্যি হলে, আমেরিকা ও চিনের সম্পর্ক আরও তিক্ত হবে বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

আরও পড়ুন- মসজিদে উদ্ধার কাটা মাথা, জঙ্গির বাকি দেহাংশের খোঁজ চলছে

বৃহস্পতিবারই পেন্টাগনের প্রতিরক্ষা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক জানান,  আমেরিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার উপর দিয়ে একটি চিনা বেলুন ঘুরে বেড়াচ্ছে৷ ওই বেলুন গোপনীয় তথ্য সংগ্রহ করছে বলেই দাবি তাঁদের৷ সম্প্রতি মন্টানায় ওই বেলুনটিকে দেখা গিয়েছে। ওই অঞ্চলেই রয়েছে আমেরিকার ম্যালস্টর্ম এয়ার ফোর্স বেস৷ এখানেই পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিরীক্ষা ও উৎক্ষেপণ করা হয়।

পেন্টাগন জানিয়েছে, মার্কিন এয়ারস্পেসের উপর ঘুরপাক খাওয়া ওই সন্দেহভাজন বেলুনের উপরে কড়া নজর রাখা হচ্ছে। বর্তমানে বেলুনটি বাণিজ্যিক এয়ার ট্রাফিকের যাতায়াতের পথের থেকে অনের উঁচুতে উড়ছে৷ ফলে এই মুহূর্তে সামরিক বা সাধারণ মানুষের উপর ঝুঁকি নেই বলেই আশ্বস্ত করা হয়েছে৷ 

পেন্টাগনের তরফে একটি প্রেস বিবৃতিতে বলা হয়েছে, অতীতেও এই ধরনের সন্দেহজনক বেলুন আমেরিকার আকাশে দেখা গিয়েছিল। ওই বেলুনের সাহায্যে চিন যাতে কোনও গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য হাতিয়ে নিতে না পারে, সেই চেষ্টাই করছে মার্কিন সরকার৷ পেন্টাগনের তরফে এও জানানো হয়েছে যে, তারা যুদ্ধবিমান নিয়ে প্রস্তুত। কিন্তু ওই বেলুনটিকে গুলি করে নামানো হলে, মন্টানাবাসীদের  ক্ষতি হতে পারে, এই আশঙ্কা থেকেই বড় কোনও পদক্ষেপ করা হচ্ছে না।


 

Around The Web

Trending News

You May like