ফের সংঘাত! আগরতলায় অভিষেকের পদযাত্রায় ‘না’ ত্রিপুরা পুলিশের

ফের সংঘাত! আগরতলায় অভিষেকের পদযাত্রায় ‘না’ ত্রিপুরা পুলিশের

আগরতলা:  ফের ত্রিপুরা প্রশাসনের সঙ্গে সংঘাতে তৃণমূল৷ ১৫ সেপ্টেম্বর উত্তর-পূর্বের এই রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় অনুমতি দিল না ত্রিপুরা পুলিশ৷ সোমবার দুপুরে ত্রিপুরা পুলিশের তরফে সে কথা জানিয়ে দেওয়া হল তৃণমূল কংগ্রেসকে৷ 

আরও পড়ুন- ২ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, রেকর্ড পার্থর বয়ান

প্রসঙ্গত, রবীন্দ্র ভবন থেকে চৌমোহিনী পর্যন্ত পদযাত্রা করার কর্মসূচি ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের৷ ১৫ তারিখ দুপুর ২টোয় ছিল এই কর্মসূচি৷ কিন্তু পুলিশ জানায়, ওই দিন অন্য দুটি রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে৷ এবং সেই কর্মসূচিতে আগে থেকেই অনুমতি দেওয়া রয়েছে৷ তাছাড়া নিয়ম অনুসারে ৭২ ঘণ্টা আগে পুলিশের কাছে লিখিত ভাবে অনুমতি চাইতে হয়৷ জানালে হয় মিছিলে কত জন থাকবেন, কোন পথে মিছিল হবে৷ তৃণমূলের তরফে সেই নিয়ম মানা হয়নি৷ সেকারণেই তৃণমূলের পদযাত্রায় অনুমতি দেওয়া যাবে না৷ 

এ প্রসঙ্গে ত্রিপুরার ভারপ্রাপ্ত তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে ভয় পাচ্ছে বিজেপি৷ তাই ছলে বলে কৌশলে ব্যাক ডেট দিয়ে অন্য দলের নামে অনুমোদন দেখিয়ে এই পদযাত্রা আটকানোর চেষ্টা চলছে৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা ঘিরে ত্রিপুরায় যে উদ্দীপনা তৈরি হয়েছে সেটা দেখে বিজেপি শঙ্কিত৷’’

আরও পড়ুন- ঢাক-ঢোল বাজিয়ে নেচে মনোনয়ন প্রিয়াঙ্কার,হেঁটে গেলেন শ্রীজীব

তিনি আরও বলেন, ‘‘ ত্রিপুরা পুলিশ জানাচ্ছে, ওই দিন একই সময়, একই রুটে অন্য একটি দলকে অনুমতি দেওয়া হয়েছে বলে অনুমতি দিতে পারছে না৷ এর থেকে প্রমাণিত যে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস শক্তিশালী হয়ে উঠেছে৷ প্রকৃত বিরোধী দল হয়ে উঠেছে৷ কলকাতায় শীর্ষ নেতৃত্বের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে৷ সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে৷’’   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *