গাড়িতে লাঠির বাড়ি, কালো পতাকা, গো ব্যাক স্লোগান, অভিষেকের সফর ঘিরে উত্তপ্ত ত্রিপুরা

গাড়িতে লাঠির বাড়ি, কালো পতাকা, গো ব্যাক স্লোগান, অভিষেকের সফর ঘিরে উত্তপ্ত ত্রিপুরা

আগরতলা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে উত্তপ্ত ত্রিপুরা৷ বিমান বন্দর থেকে ত্রিপুরেশ্বরী মন্দির যাওয়ার পথে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়ে তাঁর গাড়ি৷ বারেবারে পথ আটকানো হয় তাঁর৷ চলন্ত গাড়িতে লাঠির বাড়ি মারে বিজেপি সমর্থকরা৷ লাঠির আঘাতে ভেঙে যায় গাড়ির কাঁচ৷ দেখানো হয় কালো পতাকা৷ এর পরেই মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে ট্যাগ করে নিজেই সেই ভিডিয়ো টুইট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ 

আরও পড়ুন- ‘বিল পাশ হচ্ছে, নাকি পপড়ি চাট বানানো চলছে’, দ্রুত বিল পাশ নিয়ে তীব্র কটাক্ষ ডেরেকের

এদিন টুইটে অভিষেক লেখেন, ‘‘বিজেপি’র শাসনে ত্রিপুরার গণতন্ত্র! রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ বিল্পব দেব৷’’ এদিন পথের বাঁধা পেরিয়েই ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ মন্দির থেকেই বিজেপি-কে নিশানা করেন তিনি৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘‘দু, চার দিন আগে ‘অতিথি দেব ভব’র কথা বলছে৷  সেই বক্তব্যের নিদারুণ উদাহরণ দেখলাম। ত্রিপুরার মানুষের উপর ছেড়ে দিচ্ছি। ত্রিপুরার মানুষ বিচার করবে৷’’ তিনি আরও বলেন, ‘‘বিজেপি’র নেতারা দিল্লি থেকে বাংলায় এসে গলা ফাটিয়ে বলে গণতন্ত্র বাঁচাও৷ আগে ত্রিপুরার গণতন্ত্রের উদাহরণ দেখুন৷’’  অন্যদিকে, ত্রিপুরেশ্বরী মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ওঠে ‘গো ব্যাক’ স্লোগান৷ পাল্টা ‘খেলা হবে’ স্লোগান তোলে তৃণমূল৷ 

আরও পড়ুন- অভিষেকের সফর শুরুর আগেই উত্তপ্ত ত্রিপুরা, ছেঁড়া হল তৃণমূলে হোর্ডিং-ব্যানার

অন্যদিকে, আজ তৃণমূলের পতাকা লাগানো নিয়েও  উত্তপ্ত হয়ে ওঠে আগারতলা৷ পুলিশের সঙ্গে চলে ধ্বস্তাধস্তি৷ চরমে ওঠে উত্তেজনা৷ যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত, সুদীপ লাহাদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে৷ এর আগে বিমান বন্দরের বাইরে লাগানো ব্যানার হোর্ডিংও ছিঁড়ে দেওয়া হয়৷ রাতের অন্ধকারে বিজেপি এই কাজ করেছে বলে অভিযোগ তৃণমূলের৷ তবে আগরতলা সেজে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টারে৷ পৌঁছে গিয়েছেন ব্রাত্য বসু, মলয় ঘটক ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 18 =