‘বিল পাশ হচ্ছে, নাকি পপড়ি চাট বানানো চলছে’, দ্রুত বিল পাশ নিয়ে তীব্র কটাক্ষ ডেরেকের

‘বিল পাশ হচ্ছে, নাকি পপড়ি চাট বানানো চলছে’, দ্রুত বিল পাশ নিয়ে তীব্র কটাক্ষ ডেরেকের

নয়াদিল্লি:  সংসদে যে ভাবে বিল পাশ করা হচ্ছে, তা নিয়ে আগেও বহুবার সুর চড়িয়েছে বিরোধীরা৷ শুধুমাত্র সংখ্যার জোড়ে মোদী সরকার একের পর এক বিল পাশ করেছে বলেই বিরোধীদের অভিযোগ৷ চলতি বাদল অধিবেশনে এই ইস্যুতে সরব হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন৷ তাঁর অভিযোগ, সংসদে বিলপুছু মাত্র ৭ মিটিট ব্যয় করা হচ্ছে৷ সেই সঙ্গে তাঁর প্রশ্ন, ‘সংসদে আইন পাশ হচ্ছে, নাকি পাপড়ি চাট বানানো হচ্ছে!’

আরও পড়ুন- অভিষেকের সফর শুরুর আগেই উত্তপ্ত ত্রিপুরা, ছেঁড়া হল তৃণমূলে হোর্ডিং-ব্যানার

প্রসঙ্গত, এর আগে তুমুল বিরোধিতার মধ্যেও কৃষি বিল পাশ করিয়ে নিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ বাদল অধিবেশনেও যা নিয়ে বিরোধিতা চলছে৷ পাশাপাশি পেগাসাস ইস্যুতেও বারবার উত্তাল হয়েছে সংসদের দুই কক্ষ৷ অথচ অধিবেশন শুরুর প্রথম ১০ দিনের মধ্যেই ১২টি বিল পাশ করিয়ে নিয়েছে কেন্দ্র৷ ডেরেক বলেন, সংসদে প্রতিটি বিল পিছু মাত্র ৭ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে৷ তিনি এই বিষয়ে একটি তালিকাও তৈরি করেছে৷ তাতে দেখা গিয়েছে মাত্র ১ মিনিটের মধ্যে নারকেল চাষ সংশোধনী বিল পাশ করে নিয়েছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ৷ এর মধ্যে সবচেয়ে বেশ সময় খরচ করা হয়েছে বিমানবন্দর অর্থ নিয়ন্ত্রণ বিলের জন্য৷ ১৪ মিনিট৷ এই পরিসংখ্যান তুলেই কেন্দ্রকে খোঁচা ডেরেকের৷ যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কেন্দ্রের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি৷   

প্রসঙ্গত, এর আগেই কেন্দ্রের তড়িঘড়ি বিল পাশ নিয়ে আক্রমণ শানিয়েছিলেন ডেরেক৷ ২০১৯ সালে তিন তালাক বিল পাশ করানোর পর ডেরেক বলেছিলেন,  ‘সংসদে আইন পাশ হচ্ছে, নাকি পিৎজা ডেলিভারি করছি আমরা?’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =