ত্রিপুরায় ‘খেলা শুরু’, পাঁচতারা হোটেলে ফুটবল খেললেন তৃণমূলের নেতানেত্রীরা

ত্রিপুরায় ‘খেলা শুরু’, পাঁচতারা হোটেলে ফুটবল খেললেন তৃণমূলের নেতানেত্রীরা

কলকাতা: ১৬ অগাস্ট রাজ্যজুড়ে পালিত হবে ‘খেলা হবে’ দিবস৷ ২১-এর মঞ্চ থেকেই ঘোষণা করে দিয়েছিলেন মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি এই দিন ত্রিপুরাতেও খেলা হবে দিবস পালনের কর্মসূচি নেওয়া হয়েছে দলের তরফে৷ সেই কর্মসূচি পালনে ইতিমধ্যেই ত্রিপুরায় পৌঁছে গিয়েছে ৮ সদস্যের সংসদীয় দল৷ রয়েছেন ব্রাত্য বসুও৷ তবে খেলা শুরুর আগেই আগরতলা হোটেলে চলল ট্রায়াল৷ পাঁচতারা হোটেলে ফুটবল খেললেন তৃণমূল নেতানেত্রীরা৷ 

আরও পড়ুন- ফের নাবালিকা ধর্ষণ মালদহে, অভিযুক্তকে গণধোলাই গ্রামবাসীদের, পুলিশকে লক্ষ্য করে ইট-বৃষ্টি

এদিন ফুটবল খেলতে দেখা যায় প্রসূন বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন, ব্রাত্য বসু, আবীর, অর্পিতা ঘোষ সহ প্রায় সকল তৃণমূল নেতাকেই৷ সকলেই মারলেন ফুটবলে লাথি৷ প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা সবাই খেলোয়ার৷ বাংলায় এমন ভাবে জিতেছি যে বিজেপি কুপোকাত৷ এবার ত্রিপুরাতেও খেলা শুরু৷ ২০২৩ সালে আমার দেখিয়ে দেব৷’ খেলা হবে দিবস প্রসঙ্গে শান্তনু সেনের বক্তব্য, ‘গোল করব’৷ এদিন বলে লাথি মেরে অর্পিতা ঘোষ বলেন, ‘বাংলায় খেলা হয়েছে৷ বাংলার মানুষ বিজেপি’কে খেলা দেখিয়েছে৷ এবার ত্রিপুরার মানুষ তৃণমূলকে সঙ্গে নিয়ে বিজেপি’কে খেলা দেখাবে৷’ প্রসঙ্গত, বাংলা বিধানসভা ভোটের উষ্ণতা বহু গুণ বাড়িয়ে দিয়েছিল ‘খেলা হবে’ স্লোগান৷ এই স্লোগানকে স্মরণীয় রাখতে প্রতি বছর ১৬ অগাস্ট ‘খেলা হবে’ দিবস পালনের কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷  

আরও পড়ুন- পেটের সমস্যা, হাসপাতালে ভর্তি সৌরভের দাদা, উদ্বিগ্ন মহারাজ

উল্লেখ্য, শুধু পশ্চিমবঙ্গে বা ত্রিপুরা নয়৷ খেলা হবে দিবস পালনের কর্মসূচি নেওয়া হয়েছে যোগী রাজ্য উত্তরপ্রদেশেও৷ প্রস্তুতি চলছে গুজরাতেও৷ তবে ১৬ অগাস্ট খেলা হবে দিবস পালনের তীব্র বিরোধিতা করেছে বিজেপি৷ এমনকী রাজ্যপালের দ্বারস্থও হয়েছেন শুভেন্দু অধিকারী৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *