কলকাতা: হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায় দাদা স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়। পেটের সমস্যাজনিত কারণে তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তবে তার করোনা রিপোর্ট নেগেটিভ। জানা গিয়েছে, ইসিজি করা হয়েছে তাঁর। পেটে কোনও সংক্রমণ রয়েছে কি না সেটাও পরীক্ষা করে দেখা হবে। সেই জন্য আলট্রাসোনোগ্রাফি করা হবে। ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ দেখতে লন্ডনে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু দাদার অসুস্থতার খবর তিনি ইতিমধ্যেই পরিবার মারফত পেয়ে গিয়েছেন। স্বাভাবিকভাবেই তিনি উদ্বিগ্ন। তবে মনে করা হচ্ছে, বিষয়টি খুব বেশি আশঙ্কার কিছু নয়, তাই আগামী কয়েক দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
আরও পড়ুন- পুরস্কৃত পুলিশ কমিশনার সহ ১০ অফিসার, স্বাধীনতা দিবসেই সম্মান প্রদান
এর আগে নতুন বছরের দ্বিতীয় দিনেই সকালে বাড়িতে জিম করার সময় হঠাৎ ব্ল্যাক আউট হয়ে যান সৌরভ। পরবর্তী ক্ষেত্রে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে এনজিওপ্লাস্টি করা হয়। অ্যাঞ্জিওপ্লাস্টির পর প্রথমেই ৯ সদস্যের মেডিক্যাল বোর্ডের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলেন চিকিৎসক দেবী শেট্টি। এরপর তিনি সৌরভের শারীরিক অবস্থা খতিয়ে দেখেন। জানা যায় তাঁর মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল। যদিও অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। গত কয়েক দিন সুস্থ থাকার পর আজ হঠাৎ আবার বুকে ব্যথা শুরু হয় বর্তমান বিসিসিআই সভাপতির। পরে আবার তিনি হাসপাতালে ভর্তি হন। সেই সময় আবার খবর ছড়িয়ে পড়েছিল যে তাঁর দাদা স্নেহাশিস করোনা আক্রান্ত হয়েছেন। তবে সেই খবরটি ভুয়ো ছিল।