পুরস্কৃত পুলিশ কমিশনার সহ ১০ অফিসার, স্বাধীনতা দিবসেই সম্মান প্রদান

পুরস্কৃত পুলিশ কমিশনার সহ ১০ অফিসার, স্বাধীনতা দিবসেই সম্মান প্রদান

কলকাতা: অসামান্য এবং দৃষ্টান্তমূলক কাজের জন্য রাজ্য সরকার কলকাতা পুলিশ কমিশনার সহ রাজ্যের মোট দশ জন আইপিএস আধিকারিককে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে। কাজের নিরিখে স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে কমিশনার সৌমেন মিত্র সহ এডিজি কারা পীযূষ পান্ডে এবং আইজি উত্তরবঙ্গ ডিপি সিংকে এই পুরস্কার দেওয়া হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

 

অন্যদিকে প্রশংসাযোগ্য কাজের জন্য আইজি সিআইডি আনন্দ কুমার, কলকাতা পুলিশের যুগ্ম-কমিশনার সৈয়দ ওয়াকার রাজা, কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার, সুন্দরবন পুলিশ সুপার ভাস্কর মুখার্জি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার যথাক্রমে অমরনাথ এবং দিনেশ কুমার ও কলকাতা পুলিশের ডিসি স্পেশাল টাস্কফোর্স অপরাজিতা রাইকে এই পুরস্কার দেওয়া হবে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ১৫ অগাস্ট তাদের হাতে এই পুরস্কার তুলে দেবেন বলে জানা গিয়েছে। মূলত দুটি ভাগে পুরস্কার দেয় রাজ্য সরকার। একটি হল দৃষ্টান্তমূলক কাজ এবং অপরটি হল প্রশংসাযোগ্য কাজ। দ্বিতীয় ভাগে পুরস্কৃত হচ্ছেন ৭ আইপিএস অফিসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 9 =