শান্তনুকে সাসপেন্ডের জের, অশ্বিনী বৈষ্ণবের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনছে তৃণমূল

শান্তনুকে সাসপেন্ডের জের, অশ্বিনী বৈষ্ণবের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনছে তৃণমূল

নয়াদিল্লি:  বাদল অধিবেশনের বাকি দিনগুলির জন্য সাসপেন্ড করা হয়েছে তৃণমূল সাংসদ শান্তনু সেনকে৷ এবার কেন্দ্রীয় তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বিরুদ্ধে লোকসভায় পাল্টা স্বাধিকার ভঙ্গের নোটিশ আনতে চলেছে তৃণমূলের এক সাংসদ৷ পেগাসাস নিয়ে মিথ্যে বক্তব্য পেশ করার অভিযোগও আনা হয়েছে৷

আরও পড়ুন- বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড শান্তনু সেন, তুমুল বিক্ষোভ তৃণমূলের

এদিকে সাসপেন্ড হওয়ার পরেই টুইটারে পাল্টা জবাব দিয়েছেন শান্তনু সেন৷ তিনি বলেন, ‘‘আমাকে সাসপেন্ড করায় নরেন্দ্র মোদী ও বিজেপি’কে ধন্যবাদ৷  চূড়ান্ত অসংসদীয় পদ্ধতিতে আমাকে সাসপেন্ড করা হয়েছে৷ মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের প্রতিবাদকে এভাবে থামানো যাবে না৷ ভারতীয় জাসুস পার্টির মন্ত্রী হরদীপ সিং পুরীকে গুণ্ডামীর পুরস্কার দেওয়া হতে পারে৷ ’’

আরও পড়ুন- জঙ্গিদের বিরুদ্ধে ব্যবহৃত স্পাইওয়্যার বিরোধীদের উপর কেন? শাহের ইস্তফা দাবি রাহুলের

শুক্রবার পেগাসাস নিয়ে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিবৃতি দেওয়ার সময় তাঁর হাত থেকে বিবৃতিপত্র ছিনিয়ে নিয়েছিলেন শান্তনু৷ এর পর সেটি ছিঁড়ে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংহের আসনের দিকে ছুড়ে দেন। এই ঘটনার জেরেই শুক্রবার তাঁকে সাসপেন্ড করলেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু৷ তাঁর বিরুদ্ধে ‘অগণতান্ত্রিক এবং অসংসদীয়’ আচরণের অভিযোগ আনা হয়েছে৷  এদিকে পাল্টা আক্রমণ শানিয়ে তাপস রায় বলেন, তৃণমূলের প্রশ্নের জবাব দিতে পারছে না৷ তাই সাসপেন্ড করা হচ্ছে৷ পারলে অন্য দলের সাংসদদেরও সাসপেন্ড করে দেবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − three =