এবার সংসদ কাঁপবে ‘দাদা ও দাদা’ স্লোগানে, প্রতিশোধ নিতে প্রস্তুত হচ্ছে তৃণমূল

এবার সংসদ কাঁপবে ‘দাদা ও দাদা’ স্লোগানে, প্রতিশোধ নিতে প্রস্তুত হচ্ছে তৃণমূল

নয়াদিল্লি: বিধানসভা ভোটের আগে প্রচারের ঝড় তুলে ‘দিদি ও দিদি’ স্লোগান তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এবার সংসদে সেই হিসাব মেটানোর স্ট্র্যাটেজি নিচ্ছে তৃণমূল৷ আগামী ১৯ জুলাই থেকে শুরু হবে সংসদের বাদল অধিবেশন৷ ভরা সংসদে প্রধানমন্ত্রীকে নিশানা করে ‘দাদা ও দাদা’ স্লোগান তোলার সিদ্ধান্ত নিচ্ছেন তৃণমূল সাংসদরা৷ 

আরও পড়ুন- ‘আপাতত’ পদ যাচ্ছে না অধীরের

জানা গিয়েছে সরাসরি নরেন্দ্র মোদীর নাম নেবেন না তাঁরা৷ তাতে স্বাধিকার ভঙ্গের অভিযোগ উঠতে পারে৷ তাই ‘মোদী ও মোদী’ না বলে ‘দাদা ও দাদা’ স্লোগানেই সংসদ কাঁপাতে চলেছেন তৃণমূল সাংসদরা৷ ভেবে চিন্তেই পদক্ষেপ করতে চলেছে তৃণমূল।  প্রসঙ্গত, বিধানসভা ভোটের আগে রাজ্যে প্রচারে এসে বারবার ‘দিদি ও দিদি’ বলে কটাক্ষ করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ তাঁর দিদি বলার সুরটাই হয়ে উঠেছিল স্টাইল স্টেটমেন্ট৷ অনেকেই মনে করেন তাঁর এই সুরই কাল হয়েছে৷ রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই সুরেলা আক্রমণ ভালো চোখে নেয়নি৷ যার প্রভাব পড়েছে ভোট বাক্সে৷ তাই মোদীর সভায় জনবিস্ফোরণ ঘটলেও খালি হাতেই ফিরতে হয়েছে পদ্ম শিবিরকে৷ তবে ভোট প্রচারে নমো যে কটাক্ষের বাণ ছুঁড়েছিলেন তাঁর প্রতিশোধ নিতে এবার প্রস্তুত হচ্ছে তৃণমূল৷ 

আরও পড়ুন- জল্পনায় ইতি, রাজ্যসভার বিজেপি দলনেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

তৃণমূলের এক সাংসদের কথায়, ‘‘ভোট প্রচারে এসে সমস্ত সীমা লঙ্ঘন করেছিলেন নরেন্দ্র মোদী৷ তিনি যে দেশের প্রধানমন্ত্রী সে কথা ভুলেই গিয়েছিলেন৷ দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে নোংরা ভাবে আক্রমণ করেছিলেন৷ জোকারের মতো রাজনীতির মঞ্চ থেকে দিদি ও দিদি বলে যে স্লোগান তুলেছিলেন, তা ভালো চোখে নেয়নি রাজ্যের মানুষ৷ এবার সংসদে পাল্টা জবাব দেওয়া হবে তাঁকে৷’’  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − eight =