নয়াদিল্লি: রাজ্যসভায় বিজেপির দলনেতা কে হবেন তা নিয়ে প্রথম থেকেই চর্চা ছিল। এবার সেই জল্পনার অবসান ঘটল আজ। প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল নির্বাচিত হলেন বিজেপির রাজ্যসভার দলনেতা হিসেবে। মন্ত্রিসভার সম্প্রতি রদবদলের পর এই পদে কে বসবেন তা নিয়ে আলোচনা হয় শাসক শিবিরের। একাধিক ব্যক্তিত্বের নাম নিয়ে আলোচনা হলেও অবশেষে প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রীর ওপরই ভরসা রাখল দল।
বিজেপির রাজ্যসভার দলনেতা ছিলেন থাওয়ারছন্দ গেহলট। মন্ত্রিসভা সম্প্রসারণের আগে তিনি পদত্যাগ করেন এবং তাঁকে রাজ্যসভা এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরিয়ে কর্নাটকের রাজ্যপাল নিযুক্ত করা হয়। এবার তাঁর জায়গাতেই এলেন প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এর আগে রাজ্যসভার বিজেপি দলনেতা হিসেবে বেশ কয়েকজনের নাম নিয়ে আলোচনা হয়েছে যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। যদিও শেষ পর্যন্ত পীযূষ গোয়েলের নামেই সীলমোহর দিল গেরুয়া শিবির। এর অন্যতম কারণ হলো রাজ্যসভার নেতা হিসেবে তার অভিজ্ঞতা এবং বিজেপির উপনেতা পদেও ছিলেন তিনি। তাই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তাঁকেই নির্বাচিত করল পদ্ম বাহিনী শীর্ষ নেতৃত্ব।
BJP’s Piyush Goyal appointed as the Leader of House in the Rajya Sabha.
(File photo) pic.twitter.com/6EOBS2hrmd
— ANI (@ANI) July 14, 2021
আরও পড়ুন- নারী শিক্ষায় নজির বাংলার, ছাত্রীর সংখ্যায় টেক্কা রাজ্যগুলিকে
সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভার ব্যাপক রদবদল হয়েছে এবং অনেকে মন্ত্রিত্ব হারিয়েছেন। যারা মন্ত্রিত্বে ইতিমধ্যেই হারিয়েছেন তাদের মধ্যে অন্যতম পীযূষ গোয়েল। তাই রাজ্যসভার দলনেতা হিসেবে তাঁকে গুরুদায়িত্ব দিল বিজেপি শিবির। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নির্মলা সীতারমণকে যদি রাজ্যসভার দলনেত্রী করা হত তাহলে বিজেপি নারী শক্তির বার্তা দিতে পারতো। কারণ এর আগে রাজ্যসভার দলনেতা পদে কোন মহিলা বসেননি। যদিও মহিলা ক্ষমতায়নের বার্তা দেওয়ার সুযোগ থাকলেও সেটা কাজে লাগায়নি গেরুয়া শিবির। প্রসঙ্গত, পীযূষ গোয়েল এবং নির্মলা সীতারমণের পাশাপাশি ভূপেন্দ্র যাদবকে নিয়েও আলোচনা ছিল।