দিল্লিতে মুকুল রায়ের বাড়ি ধরে রাখতে তৎপর তৃণমূল, সরাতে ব্যস্ত বিজেপি

দিল্লিতে মুকুল রায়ের বাড়ি ধরে রাখতে তৎপর তৃণমূল, সরাতে ব্যস্ত বিজেপি

নয়াদিল্লি:  রাজধানীতে হাত ছাড়া হতে বসেছে  মকুল রায়ের বাসভবন৷ তবে সাউথ অ্যাভিনিউয়ের ৮১ নম্বর বাড়িটি যাতে মুকুল রায়েরই থাকে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল৷ রাজ্যসভার সাংসদ দোলা সেন ইতিমধ্যেই এই বাড়িটি তাঁর অতিথি নিবাস করতে চেয়ে আবেদন জানিয়েছিলেন৷ কিন্তু রাজ্যসভার সচিবালয় থেকে সদুত্তর পাননি৷ এর পরেই রাজ্যসভার অপর সংসাদ সুখেন্দুশেখর রায় এই বাড়িটি অতিথি আবাস হিসাবে চেয়ে আবেদন জানিয়েছেন৷ তবে এখনও কোনও উত্তর পাওয়া যায়নি৷ 

আরও পড়ুন- একদিনে আক্রান্ত ৪২ হাজারের বেশি! আট রাজ্যের ‘R’ নম্বর চিন্তা বাড়াচ্ছে

মুকুল রায়ের দিল্লির ১৮১, সাউথ অ্যাভিনিউয়ের বাড়ির সামনে থেকে সরে গিয়েছে মোদী-অমিত শাহের ব্যানার। বদলে শোভা পাচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড়বড় কাট-আউট। এই ‘পরিবর্তন’ ঘটতেই সংসদ থেকে মুকুল রায়ের সেই বাড়ি ফাঁকা করার জন্য চাপ আসতে শুরু করে৷ এক দশকেরও বেশ সময় এই বাড়িতে বসবাস করেছেন মুকুল৷ কিন্তু সম্প্রতি নয়াদিল্লির এস্টেট ডিরেক্টরেটের অধিকর্তাকে রাজ্যসভার সচিবালয় থেকে নোটিশ পাঠানো হয়৷ প্রসঙ্গত এই বাড়িটি ছিল রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তের অতিথি আবাস হিসাবে৷ কিন্তু এখন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল৷ তাই এই বাড়ি থেকে মুকুলকে সরাতে উঠেপড়ে লেগেছে বিজেপি৷ 

আরও পড়ুন- শুধু শান্তনু নন, সাসপেন্ড তৃণমূলের আরও ৬ সাংসদ

এছাড়াও মুকুল সংসদের কোনও কক্ষের সাংসদ নন৷ ফলে তাঁর নামে কোনও বাড়ি বরাদ্দও করা হয়নি৷ তিনি থাকতেন সাংসদ স্বপন দাশগুপ্তের গেস্ট অ্যাকোমোডেশন বা অতিথি হিসাবে৷ কিন্তু এই বাড়ি থেকে অতিথি সরাতে স্বপন দাশগুপ্তকে চিঠি দিয়েছে সংসদের আবাসন কমিটি৷ এই ভাবে পরোক্ষে মুকুলের উপর চাপ বাড়াতে চাইছে বিজেপি৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 7 =