আগরতলা: ত্রিপুরায় খুনের চেষ্টা হয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে! তাঁকে হত্যার উদ্দেশেই হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা৷ এমনই অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের ডিজিপি-কে চিঠি পাঠাল ত্রিপুরা তৃণমূলের নেতা তথা প্রাক্তন মন্ত্রী প্রকাশ চন্দ্র দাস৷
আরও পড়ুন- দিল্লিতে মুকুল রায়ের বাড়ি ধরে রাখতে তৎপর তৃণমূল, সরাতে ব্যস্ত বিজেপি
ডিজিপে ভিএস যাদবকে লেখা চিঠিতে বলা হয়েছে, ‘‘অভিষেকের ত্রিপুরা সফরের দিন রাস্তার দু’ধারে বিজেপি’র পতাকা হাতে উপস্থিত হয়েছিল দুষ্কৃতীরা৷ তাদের হাতে ছিল লাঠি ও রড৷ যে ভাবে অভিষেকের গাড়ির উপর লাঠি দিয়ে আঘাত করা হয়েছে, তা থেকে স্পষ্ট যে খুনের উদ্দেশ্য নিয়েই এসেছিল ওই দুষ্কৃতীরা৷’’ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গাড়িতে হামলার অভিযোগে এফআইআর-ও দায়ের করা হয়েছে৷ দোষীদের অবিলম্বে গ্রেফতার করে ‘ষড়যন্ত্র’-র পর্দা ফাঁস করার দাবি তুলছে ত্রিপুরা তৃণমূল৷ পাশাপাশি অভিষেকের নিরাপত্তার গাফিলতির অভিযোগও আনা হয়েছে৷
আরও পড়ুন- শুধু শান্তনু নন, সাসপেন্ড তৃণমূলের আরও ৬ সাংসদ
উল্লেখ্য, সোমবার আগরতলা বিমানবন্দরে নামার পর সড়ক পথে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেই সময় তাঁর গাড়িতে বিজেপি’র পতাকা হাতে হামলা চালানো হয়৷ দফায় দফায় বাঁধার মুখে পড়েন তিনি৷ এর পরেই এই অভিযোগ ওঠে৷ এদিকে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বুধবার ত্রিপুরায় যান কুণাল ঘোষ৷ সেখানে প্রাক্তন সিপিএম সাংসদ-বিধায়ক, শিক্ষক ও সরকারি কর্মী সংগঠনের নেতা অজয় বিশ্বাসের সঙ্গে বৈঠক করেন। অজয়বাবু ত্রিপুরায় সিপিএমের অন্যতম স্থপতি বলে পরিচিত৷ তিনি বর্তমানে পিডিএসের সম্পাদক। গতকাল কুণালের সঙ্গে দীর্ঘ বৈঠক হয় তাঁর। এই বৈঠককে কুণাল ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে দাবি করলেও অজয় বিশ্বাস সিঙ্গুর, নন্দীগ্রাম আন্দোলনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছেন বলেই খবর৷