ত্রিপুরা-নাগাল্যান্ড-মেঘালয় ‘জিতবে’ কারা? যা বলছে বুথ ফেরত সমীক্ষা

সমীক্ষা অনুযায়ী, মেঘালয়ে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তবে বিজেপির থেকে বেশি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস

কলকাতা: উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্যের বিধানসভা ভোট সম্পন্ন হয়েছে। বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা বাদ দিলে মোটামুটি ভালোভাবেই শেষ হয়েছে ভোটদান পর্ব। এবার সবথেকে বড় প্রশ্ন হল, তিন রাজ্য জয় করবে কারা? আগামী ২ মার্চ ফল প্রকাশ এই নির্বাচনের। তার আগে একাধিক বুথ ফেরত সমীক্ষা কিছুটা ইঙ্গিত দিয়ে দিল যে কোন দল বাজিমাত করতে চলেছে। যদিও এই সমীক্ষা ১০০ শতাংশ মিলবে এমন কোনও অর্থ নেই। তাও সাধারণ মানুষ কিঞ্চিৎ আন্দাজ করতে পারে ভোটের হাওয়া কোনদিকে গিয়েছে। 

আরও পড়ুন- ছেড়েছিলেন বিদেশের কাজ, অম্বানী-পুত্রবধূ কিন্তু পরিবারেরও গর্ব, চেনেন কৃশাকে?

‘ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া’র সমীক্ষা অনুযায়ী, ত্রিপুরায় আবার ক্ষমতায় আসতে চলেছে সেই বিজেপিই। যদিও বাম এবং কংগ্রেসের ভোট হার বৃদ্ধি হতে পারে আগের তুলনায়। তবুও বিজেপিকে তারা পিছনে ফেলতে পারবে না। সমীক্ষা অনুসারে, এই রাজ্যে বিজেপি পেতে পারে ৩৬-৪৫ আসন। বামেরা পেতে পারে ৬-১১ টি আসন। অন্যদিকে সমীক্ষা অনুযায়ী, মেঘালয়ে বাজিমাত করতে চলেছে এনপিপি, তারা ১৮-২৪ টি আসন পেতে পারে। কংগ্রেস পেতে পারে ৬-১২ টি আসন। ওদিকে নাগাল্যান্ডে এনডিপিপি’র দখলে যেতে পারে ৩৮-৪৮ টি আসন। কংগ্রেসের জুটতে পারে ২ টি আসন।