পাটনা: বিহারের বর্তমান রাজনীতিতে তিনি অতি চর্চিত মুখ৷ বাবা-মায়ের দেখানো পথে হেঁটে তিনিও আজ রাজনীতির কারবারি৷ সামলাচ্ছেন উপ-মুখ্যমন্ত্রীর পদ৷ পাশাপাশি তাঁর কাঁধে রয়েছে রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি-র দায়িত্বও৷ বিহারের এই তরুণ নেতা আর কেউ নন, প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবরের কনিষ্ঠ পুত্র তেজস্বী যাদব৷ সোমবার প্রথমবার ‘বাবা’ হলেন তিনি। দিল্লির হাসপাতালে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিলেন তাঁর স্ত্রী রাচেল গোডিনহো৷ এই সুখবর নিজেই ভাগ করে নিলেন তেজস্বী।
আরও পড়ুন- রোজা পালন করছেন হিন্দু বন্দিরা, নবরাত্রির উপবাস মুসলিমদের! আগ্রার জেলে সম্প্রীতির নজির
২৭ মার্চ, সোমবার সকাল ৯টা ৫৩ মিনিটে মেয়েকে কোলে নিয়ে ছবি টুইট করেন লালু-পুত্র। এই ছবির সঙ্গে তেজস্বী লেখেন, ‘‘ঈশ্বর সন্তুষ্ট হয়ে কন্যারূপে একটি উপহার পাঠিয়েছেন।’’ বাবা হওয়ার অনুভূতি প্রতিটা মানুষের কাছেই অনন্য৷ তেজস্বীও যে তাঁর ব্যতিক্রম নন, তা তাঁর টুইট থেকেই স্পষ্ট। টুইট করেছেন তেজস্বীর বোন রোহিণী আচার্যও৷ তিনি লেখেন, ‘আমাদের বাড়িতে ছোট্ট দেবদূত এসেছে। ঈশ্বর সুখের উপহার পাঠিয়েছেন।’’
লালু-পুত্রের বিয়ে এবং প্রেমকাহিনিও বেশ চমকপ্রদ৷ ২০২১ সালের ৯ ডিসেম্বর, রাচেলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তেজস্বী। কিন্তু যাদব বাড়ির খ্রিষ্টান বউকে নিয়ে সেই সময় কম চর্চা হয়নি৷ রাচেল তেজস্বীর বাল্যপ্রেম৷ যার সূত্রপাত হয়েছিল স্কুল জীবনে৷ নয়াদিল্লির আর কে পুরমে ডিপিএস স্কুলে একসঙ্গেই পড়াশোনা করতেন তেজস্বী ও রাচেল। স্কুলের চৌহদ্দিতে নিজের সহপাঠীকেই মন দিয়েছিলেন লালুপুত্র৷ দিল্লিতে পাড়াশোনা করলেও রাচেলের বাড়ি কিন্তু হরিয়ানায়৷ পরে পরিবারের সঙ্গে দিল্লিতে চলে আসেন তিনি৷ সেখানেই স্থায়ীভাবে থাকা শুরু করেন।
স্কুলের গণ্ডি পেরনোর পরও সম্পর্কে দূরত্ব আসেনি৷ বরং পরবর্তীতে আরও বেশি গভীর হয় তেজস্বী এবং রাচেলের প্রেম। তত দিনে বিহারের যাদব পরিবারের কনিষ্ঠ পুত্রর রাজনীতিতে হাতেখড়ি হয়ে গিয়েছে৷ বাবা লালুপ্রসাদ এবং মা রাবড়ি দেবীর দেখানো পথেই রাজনীতির অঙ্ক কষতে শুরু করেছেন।
অন্যদিকে, নিজের কেরিয়ার তৈরি করছেন রাচেলও৷ কেবিন ক্রু হিসাবে কর্মজীবন শুরু করেন তিনিও। দু’জন তখন ভিন্ন পথের পথিক৷। কিন্তু তাঁদের বন্ধন ছিল আগের মতোই দৃঢ়৷
মাখোমাখো প্রেমের পর বিয়ের পালা৷ কিন্তু মেয়ে যে খ্রিস্টান! যদিও তাতে বিশেষ অসুবিধা হয়নি৷ কারণ বাড়ির ছোট ছেলের প্রেম মেনে নেয় তাঁর পরিবার৷ রাচেলের সঙ্গে প্রেমের কথা আগেভাগেই বাবাতে জানিয়ে দিয়েছিলেন তেজস্বী। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘‘বাবাকে বলেছিলাম যে, আমি একজনের সঙ্গে ডেট করছি। ওকেই বিয়ে করতে চাই। কিন্তু ও খ্রিস্টান।’’ সব শুনে আপত্ত জানাননি লালুও৷
২০২১ সালের ৯ ডিসেম্বর ঘনিষ্ঠ পরিসরে সাতপাকে বাঁধা পড়ে এই যুগল৷ কিন্তু, বিয়ের পরেই নিজের নাম বদলে ফেলেন রাচেল৷ পরিচিত হন রাজশ্রী যাদব নামে৷ যাদব বাড়ির পুত্রবধূর নাম পরিবর্তন নিয়েও সেই সময় বেশ চর্চা হয়েছিল৷ যাদব পরিবারের সদসরা সর্বদাই প্রচারের আলোতে থেকেছেন, তবে বরাবরই নিজেকে প্রচারমাধ্যম থেকে দূরেই রেখেছেন রাজশ্রী৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>