Aajbikel

রোজা পালন করছেন হিন্দু বন্দিরা, নবরাত্রির উপবাস মুসলিমদের! আগ্রার জেলে সম্প্রীতির নজির

 | 
আগ্রা জেল

আগ্রা: গত বুধবার থেকে শুরু হয়েছে হিন্দুদের চৈত্র নবরাত্রি৷ অন্যদিকে, শুক্রবার থেকে শুরু হয়েছে মুসলিমদের রমজান মাস৷ দুই ধর্মের উপাসনার সঙ্গেই জুড়ে রয়েছে উপবাস৷ এই পবিত্র মাসে ধর্মীয় সম্প্রীতির নজির গড়ল আগ্রার কেন্দ্রীয় কারাগারের মুসলিম ও হিন্দু বন্দিদের একাংশ৷ মুসলিম বন্দিরা পালন করলেন নবরাত্রির উপোস৷ হিন্দু কয়েদিরা সামিল হলেন রমজানের ইফাতের৷

আরও পড়ুন- রাহুল ইস্যুতে ঘুচল দূরত্ব, কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ তৃণমূল সাংসদদের

সম্প্রতি আগ্রা জেল কর্তৃপক্ষের তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। সেখানে মুসলিম বন্দিদের কয়েকজন জানায়, তারা নবরাত্রির উপবাস পালন করছে৷ অন্যদিকে, হিন্দু বন্দিদের একাংশ জানায়, মুসলিম বন্দিদের সঙ্গে তারাও রোজার উপবাস রাখছেন। সারাদিন নির্জলা উপবাস করে সন্ধের পর আহার সারছেন বন্দিরা। দুই সম্প্রদায়ের বন্দিরা একে অপরের উপাসনায় সামিল হয়ে সম্প্রীতির নজির গড়েছে৷ 

যদিও সাম্প্রতিক অতীতে সাম্প্রদায়িক বিভেদ, বিদ্বেষের কারণে বারবার শিরোনামে উঠে এসেছিল আগ্রা৷ সংখ্যালঘুদের উপর আক্রমণের একাধিক ঘটনায় আগ্রার নাম খারাপ হয়েছে৷ এমই উত্তেজনার আবহে ধর্মীয় সম্প্রীতি-সহিষ্ণুতার বার্তা দিল আগ্রা জেলের আবাসিকরা৷ 


আগ্রার কেন্দ্রীয় কারাগারের শীর্ষকর্তা রাধাকৃষ্ণ মিশ্র জানান, জেল কর্তৃপক্ষের তরফে নবরাত্রি এবং রমজান মাস পালনের প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। জেলার অলোক সিং জানান,এই জেলে ৯০৫ জন বন্দির মধ্যে ১৭জন মুসলিম বন্দি নবরাত্রি পালন করছে৷ অপরদিকে, ৩৭জন মুসলিম বন্দি রোজার উপবাস রেখেছে। এই উদ্যোগে জেল কর্তৃপক্ষের সঙ্গে সামিল হয়েছে একটি সামাজিক সংগঠন৷ 

Around The Web

Trending News

You May like