তেজস্বীকে জঙ্গলরাজের যুবরাজ আখ্যা মোদীর, পাল্টা জবাব দিলেন লালু-পুত্র

তেজস্বীকে জঙ্গলরাজের যুবরাজ আখ্যা মোদীর, পাল্টা জবাব দিলেন লালু-পুত্র

পাটনা: নির্বাচনী প্রচারে গিয়ে তেজস্বী যাদবকে ‘জঙ্গলরাজের যুবরাজ’ বলে তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এদিন স্বমহিমায় তার পাল্টা জবাব দিলেন লালু-পুত্র৷ তিনি বলেন, সবের মাঝে দুর্নীতি, বেকারত্ব আর পরিযায়ী শ্রমিকদের সমস্যার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলিকেই বাদ দিয়ে গেলেন প্রধানমন্ত্রী৷ 

আরও পড়ুন- ডিসেম্বরের মধ্যেই বাজারে আসবে করোনার ভ্যাকসিন, জানাল সেরাম ইনস্টিটিউট

‘জঙ্গলরাজ’ মন্তব্যের প্রতিক্রিয়ায় মহাগাটবন্ধন জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী এদিন সাংবাদিকদের বলেন, ‘‘উনি দেশের প্রধানমন্ত্রী৷ উনি যা খুশি বলতেই পারেন৷ আমি ওঁনার কথায় কোনও প্রতিক্রিয়া দিতে চাই না৷ উনি বিহারে এসেছিলেন৷ বিহারের জন্য স্পেশাল প্যাকেজ, বেকারত্ব, কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা উচিত ছিল ওঁনার৷ কিন্তু উনি এ সব প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন৷’’ এর পর তোপ দেগে তেজস্বী বলেন, ‘‘বিজেপি বিশ্বের সবথেকে বড় রাজনৈতিক দল৷ তারা ৩০টি হেলিকপ্টার ব্যবহার করছে৷ প্রধানমন্ত্রী হয়ে উনি এভাবে কথা বলছেন, সাধারণ মানুষ সবটাই বোঝে৷ দারিদ্র, বেকারত্ব নিয়ে কথা বলা উচিত ছিল ওঁনার।”  

বিহারে প্রথম দফার ভোট চলার সময় মুজফফরপুরের জনসভা থেকে তেজস্বী যাদবকে নিশানা করেন নমো৷ তাঁকে ‘জঙ্গলরাজের রাজকুমার’ বলে তোপ দাগেন প্রধানমন্ত্রী৷ তাঁর কথায়, ‘‘আরজেডি ক্ষমতায় এলে সরকারি চাকরির কথা ভুলেই যান৷ এমনকী যে সকল বেসরকারি সংস্থা চাকরি দিত, তারাও দরজায় তালা ঝুলিয়ে পালাবে৷’’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘ওঁদের ট্র্যাক রেকর্ড দেখার পর বিহারের মানুষ জঙ্গলরাজের যুবরাজের কাছে কোনও প্রত্যাশা রাখে না৷’’ 

আরও পড়ুন- গাড়ির বদলে সাইকেল চালানোর সময় এসে গিয়েছে, জানাল সুপ্রিম কোর্ট

রাজ্যের মানুষকে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, ‘জঙ্গলরাজ’ ফিরে এলে রাজ্যে দ্বিগুণ খারাপ পরিস্থিতি তৈরি হবে৷ তাঁর আবেদন এই বিধানসভা ভোটে মানুষের কাছে আরও একবার এনডিএ জোটকে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে৷ যাদের হাত ধরেই অন্ধকার থেকে বেরিয়ে আসতে পেরেছে বিহার৷ তিনি বলেন, “আমি পটনার মানুষের কাছে জানতে চাই, আমি বিহারের মানুষের কাছে জানতে চাই, বিহার কি এই জঙ্গল রাজের মধ্যে IT হাব হয়ে ওঠার স্বপ্ন দেখতে পারবে?’’ এর পরই এদিন নরেন্দ্র মোদীকে পাল্টা জবাব দেন তেজস্বী৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =