হরিদ্বার-সহ একাধিক রেল স্টেশন ওড়ানোর হুমকি! কড়া নিরাপত্তায় উত্তরাখণ্ড

হরিদ্বার-সহ একাধিক রেল স্টেশন ওড়ানোর হুমকি! কড়া নিরাপত্তায় উত্তরাখণ্ড

হরিদ্বার:  উত্তরাখণ্ডে একের পর এক রেল স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি! রুরকি রেল স্টেশনের সুপারিনটেনডেন্টেকে হুমকি দিয়ে ই-মেল পাঠানো হয়েছে বলে সংবাদ সংস্থা ANI সূত্রে খবর৷ গত ৭ মে, শনিবার সন্ধ্যায় ওই হুমকি মেলটি আসে বলে খবর। জানা গিয়েছে, হৃষিকেশ, হরিদ্বারের মতো গুরুত্বপূর্ণ স্টেশনের পাশাপাশি লাকসার, নাজিবাবাদ, দেরাদুন, রুরকি নিয়ে মোট ৬টি স্টেশন ওড়ানোর হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি ওই মেলে দাবি করা হয়েছে, আগামী ২১ মে উত্তরাখণ্ডের বিভিন্ন  ধর্মীয় স্থান বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে! এই হুমকি ইমেল দেখেই প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে সে রাজ্যের পুলিশ। প্রতিটি এলাকায় নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে৷ 

আরও পড়ুন- কোন পথে এগোচ্ছে ‘অশনি’? কোথায় কোথায় পড়বে প্রভাব? জানিয়ে দিল মৌসম ভবন

পাঠিয়েছেন। উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার জানিয়েছেন, ওই ই-মেলে সালিম আনসারি নাম উল্লেখ করা হয়েছে। সালিম জইশ-ই-মহম্মদের এরিয়া কমান্ডারের নামে ওই মেল করা হয়েছে। এ প্রসঙ্গে উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার বলেন, ”গত ২০ বছর ধরে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি এই ধরনের হুমকি মেল পাঠাচ্ছেন। এটা সম্ভবত তারই কাজ। তবুও আমরা সতর্কতা মেনে চলছি।” 

সম্প্রতি হরিয়ানার কারনাল জেলা থেকে চার সন্দেহভাজন খলিস্তানি জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ৷ তাদের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমে এঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, দিল্লিতে নাশকতার উদ্দেশ্যে এসেছিল ওই চার খলিস্তানি জঙ্গি। এর পিছনে আইএসআই-এর যোগ রয়েছে বলে অনুমান।