নয়াদিল্লি: শক্তিবাড়িয়ে রুদ্র রূপ ধারণ করেছে ঘূর্ণিঝড় ‘অশনি’৷ যার পরোক্ষ প্রভাবে সোমবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে৷ হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার থেকে গতিপথ বদলে ওড়িশার দিকে ঘুরবে ঘূর্ণিঝড় ‘অশনি’র অভিমুখ৷ সন্ধের মধ্যেই উপকূলের খুব কাছাকাছি পৌঁছে যাবে এটি৷ কিন্তু স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে কি? ‘অশনি’র গতিপথ নিয়ে যাবতীয় প্রশ্নের জবাব দিল দিল্লির মৌসম ভবন।
আরও পড়ুন- দেশে এক ধাক্কায় দৈনিক সংক্রমণ কমল ৭ শতাংশ, চিন্তা বাড়াচ্ছে গুজরাট-ওড়িশা
সোমবার সকালের একটি বুলেটিনে আইএমডি-র তরফে জানানো হয়েছে অশনির গতিপথ৷ ১০টার বুলেটিন অনুযায়ী, পুরী থেকে ৬৮০ কিলোমিটার এবং অন্ধ্র উপকূল অর্থাৎ বিশাখাপত্তনম থেকে ৫৫০ কিলোমিটার দূরে রয়েছে ‘অশনি’। তবে গত পাঁচ ঘণ্টায় গতিবেগ ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার বাড়িয়ে এগোচ্ছে এই ঘূর্ণিঝড়৷ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর বরাবর ঘণ্টায় ২৫ কিলোমিটার বেগে এগিয়ে আসছে ‘অশনি’। আপাতত উত্তর-পূর্বমুখী হয়ে এগোলেও মঙ্গলবার সকাল থেকেই উত্তর-পশ্চিম অর্থাৎ ওড়িশা উপকূলের দিকে ‘অশনি’র গতিমুখ ঘুরবে বলে জানাচ্ছে মৌসম ভবন৷
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আন্দামানের কাছে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি প্রথমে ঘূর্ণিঝড় এবং রবিবার বিকেলে আরও শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তবে উপকূলের কাছে পৌঁছনোর আগে সমুদ্রেই তা শক্তি হারাবে বলে মনে করছে মৌসম ভবন। সোমবার থেকেই সেই প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কথা। সোমবার সকাল পর্যন্ত ‘অশনি’র কেন্দ্রের গতি ছিল ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলেমিটার৷ দুপুর থেকে সেই গতি কমবে বলেই পূর্বাভাস।
দিল্লির মৌসম ভবন জানাচ্ছে, সোমবার দুপুর ১২টা নাগাদ ঝড়ের কেন্দ্রের ঘূর্ণন গতি কমে ঘণ্টায় ৯৫-১১৫ কিলোমিটারে নেমে আসবে। প্রতি ছ’ঘণ্টায় ঝড়ের কেন্দ্রের গতিবেগ কমতে থাকবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা৷ গতি কমলেও সোমবার মধ্যরাত পর্যন্ত ‘অশনি’ তীব্র ঘূর্ণিঝড়ের পর্যায়েই থাকবে। তার শক্তি হারিয়ে তা সাধারণ ঘূর্ণিঝড়ে পরিমথ হবে। ঝড়ের গতি থাকবে ৭৫ থেকে ৯৫ কিলোমিটার।
মঙ্গলবার পর্যন্ত ‘অশনি’ সাধারণ ঘূর্ণিঝড় হয়েই থাকবে৷ বুধবার রাতে তা পরিণত হবে গভীর নিম্নচাপে। তবে মঙ্গলবার আদৌ এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে কিনা, সে বিষয়ে এখনও নিশ্চিত নন আবহবিদেরা। তাঁদের অনুমান, শেষপর্যন্ত ‘অশনি’ পুরীর উপকূলে পৌঁছে গেলেও তা সাধারণ ঘূর্ণিঝড় হয়েই মন্দির শহর ও ভুবনেশ্বরে প্রবেশ করবে৷ তেমনটি না ঘটলে পরের দিন ‘অশনি’ গভীর নিম্নচাপ হয়ে আরও উত্তর দিকে এগিয়ে আসবে বলে অনুমান৷ সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড় গভীর নিম্নচাপ হয়ে পশ্চিমবঙ্গের উপকূলে প্রবেশ করবে কিনা, তার উপর নজর রাখছে আলিপুর আবহাওয়া দফতর।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>