দেশে এক ধাক্কায় দৈনিক সংক্রমণ কমল ৭ শতাংশ, চিন্তা বাড়াচ্ছে গুজরাট-ওড়িশা

দেশে এক ধাক্কায় দৈনিক সংক্রমণ কমল ৭ শতাংশ, চিন্তা বাড়াচ্ছে গুজরাট-ওড়িশা

নয়াদিল্লি: সপ্তাহের প্রথম দিনেই ছন্দপতন করোনার দৈনিক সংক্রমণে। কেন্দ্রের রিপোর্ট জানাচ্ছে কত একদিনে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় কমেছে ৭ শতাংশ। বিগত কয়েক সপ্তাহ ধরে লাগাতার দেশজুড়ে আক্রান্তের সংখ্যা লাগামছাড়া হারে বৃদ্ধির পর চিকিৎসক মহলকে স্বস্তি দিয়ে কিছুটা কমল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত এক দিনে দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩২০৭ জন। আক্রান্তের সংখ্যার নিরিখে এখনও প্রথম স্থানে অবস্থান দিল্লির। দিল্লিতে গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১৪২২ জন।

অন্যদিকে জানা যাচ্ছে দৈনিক সংক্রমণের পাশাপাশি এদিন দৈনিক মৃতের সংখ্যা কিছুটা কমেছে। গত একদিনে দেশে মৃত্যু হয়েছে ২৯ জনের। এর মধ্যে ২৬ জনই কেরলের বাসিন্দা। অন্যদিকে কেরলের পাশাপাশি মহারাষ্ট্র, কর্নাটক এবং উত্তরপ্রদেশে একজন করে করোনার বলি হয়েছে। এর সঙ্গেই জানা যাচ্ছে দেশে করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা ২০ হাজারের গণ্ডি পার করেছে। কেন্দ্রের হিসেব বলছে গত একদিন দেশে করোনার অ্যাক্টিভ কেস ২৩২ জন বেড়েছে। এই মুহূর্তে দেশের মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ২০ হাজার ৪০৩।

তবে একদিকে যখন স্বস্তি দিচ্ছে দেশের করোনার দৈনিক আপডেট ঠিক তখনই নতুন করে চিন্তা বেড়াচ্ছে ওড়িশা এবং গুজরাট। সোমবার সকালে জানা গিয়েছে ওড়িশার রায়াগাদায় একটি স্কুলের ৬৪ জন পড়ুয়া একসঙ্গে করোনায় সংক্রমিত হয়েছে। স্কুলে করোনার এমন বাড়বাড়ন্ত দেখে রাতারাতি বন্ধ হয়েছে অফলাইন ক্লাস। এমনকি স্কুল চত্বরটিকে প্রশাসনের তরফ থেকে কনটেনমেন্ট এলাকা হিসেবেও ঘোষণা করা হয়েছে। অন্যদিকে একই ঘটনা ঘটেছে গুজরাটে। জানা যাচ্ছে গুজরাটের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন তথা NID-এর ২৪ জন পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে তাদের সংস্পর্শে আসা ১৭৮ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। অন্যদিকে জানা যাচ্ছে আক্রান্ত হওয়া ওই ২৪ জন পড়ুয়ার মধ্যে দুজনকে আবার হাসপাতালে পর্যন্ত ভর্তি করা হয়েছে। শনিবার রাতেই গুজরাটের চত্বরকে মাইক্রো  কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে আমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 19 =