নোটায় সর্বাধিক ভোট পড়লে বাতিল হোক ওই কেন্দ্রের নির্বাচন! পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট

নোটায় সর্বাধিক ভোট পড়লে বাতিল হোক ওই কেন্দ্রের নির্বাচন! পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: আর কয়েকদিন পরেই পশ্চিমবঙ্গ সহ চারটি রাজ্যের বিধানসভা নির্বাচন শুরু হয়ে যাবে। তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে কেন্দ্রীয় সরকারের মতামত জানতে চাইল দেশের সর্বোচ্চ আদালত। কোন একটি কেন্দ্রে যদি সর্বাধিক ভোট পড়ে নোটায়, তাহলে কি করা যাবে, সেই কেন্দ্রের নির্বাচন কি বাতিল করা যায়, এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের মতামত জানতে চাইল সুপ্রিম কোর্ট। সম্প্রতি, নোটায় সবচেয়ে বেশি ভোট পড়লে নির্দিষ্ট ওই আসনের নির্বাচন বাতিল হোক এমন দাবি তুলে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন বিজেপি নেতা এবং আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায়। সেই আবেদনের প্রেক্ষিতে এই এখন এই বিষয়ে পর্যবেক্ষণ করছে সুপ্রিম কোর্ট।

বিজেপি নেতা তথা আইনজীবীর মূল দাবি, কোন একটি কেন্দ্রে যদি নোটায় সর্বাধিক ভোট পড়ে, তাহলে বুঝতে হবে ওই কেন্দ্রের কোনো প্রার্থীকে পছন্দ হয়নি ভোট দাতাদের। সে ক্ষেত্রে ‘অস্বীকার করার অধিকারের’ স্বীকৃতি দেওয়ার পক্ষে সওয়াল করেছেন তিনি। তাই যেমন ভোট পড়েছে তার ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠতা মেনে সেই কেন্দ্রের ভোট বাতিল করার আবেদন জানানো হয়েছে। এখন কথা হল, কোন কেন্দ্রে যদি নোটায় সর্বাধিক ভোট পড়ার ফলে নির্বাচন বাতিল হয়ে যায়, তাহলে সংসদ বা বিধানসভায় একটি আসন খালি হয়ে যাবে। এই যুক্তি তোলা হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে, বিচারপতি এএস বোপান্না এবং ভি রামাসুব্রহ্মণ্যমের তরফে।

আরও পড়ুন-  মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদ বাতিলের দাবিতে কমিশনে শুভেন্দু

যদিও আবেদনকারীর পক্ষে বলা হয়, যদি কোন কেন্দ্রে ৫০ শতাংশের বেশি ভোট নোটায় পড়ে তাহলে সেটা কে মান্যতা দেওয়া উচিত। কারণ কোন কেন্দ্রে যদি নির্দিষ্ট কোনো প্রার্থীকে এক শতাংশ ভোট দেওয়া হয়, আর নোটায় ৯৯ শতাংশ ভোট পড়ে, তাহলে বুঝতে হবে সেখানকার মানুষ কোন প্রার্থীকে পছন্দ করছেন না। তাই ওই এক শতাংশ ভোটের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া অনুচিত।  এক্ষেত্রে বলা হয়েছে, যদি কোন কেন্দ্রে নোটা সর্বোচ্চ ভোট পায় তাহলে সেখানে যেন নতুন করে নির্বাচন সংঘটিত করা হয়। সে ক্ষেত্রে পুরনো প্রার্থীরা আর প্রার্থী হতে পারবেন না, নতুন প্রার্থী দিয়ে পুনরায় নির্বাচন করানো হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *