মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদ বাতিলের দাবিতে কমিশনে শুভেন্দু

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদ বাতিলের দাবিতে কমিশনে শুভেন্দু

কলকাতা:  নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদ বাতিলের দাবি জানালেন শুভেন্দু অধিকারী৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানালেন তিনি৷ 

আরও পড়ুন-  ‘গাড়ির দরজা চেপে দেওয়া হয়!’ নন্দীগ্রামের ঘটনা নিয়ে মমতা

নির্বাচন কমিশনে শুভেন্দু অধিকারীর ইলেকশন এজেন্ট মেঘনাদ পাল একটি চিঠি দিয়েছেন৷ ওই চিঠিতে তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় যে হলফনামা পেশ করেছেন সেখানে তাঁর বিরুদ্ধে থাকা ছ’টি মামলার কথা উল্লেখ করা হয়নি৷ এর মধ্যে পাঁচটি মামলা অসমের এবং একটি মামলা সিবিআই-এর৷ সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী হলফনামা পেশ করার সময় কোনও ফৌজদারি মামলা আছে কিনা, তার সত্যাসত্য জানাতে বাধ্য থাকবেন প্রার্থী৷ সত্য গোপন করলে তাঁর প্রার্থীপদ বাতিলও হতে পারে৷ এই মর্মে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদ বাতিল হবে না কেন? প্রশ্ন তুলেছেন তিনি৷ 

অন্যদিকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যে প্যারাগ্রাফে নিজের সম্পর্কে এই সমস্ত ঘোষণা করা হয়, সেখানে এই ছটি মামলার কথা উল্লেখ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়৷ সত্য গোপন করেছেন তিনি৷ এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘‘নন্দীগ্রামের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হলফনামায় ছটা মামলার কথা উল্লখ করেননি৷ এর মধ্যে একটি সিবিআই-এর এবং বাকি পাঁচটি ২০১৮ সালে অসমে হওয়া মামলা৷ এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করেছি৷ আশা করছি নির্বাচন কমিশন এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে৷ আশা রাখব আইন মেনেই ব্যবস্থা নেওয়া হবে৷’’ 

আরও পড়ুন- আদিবাসীদের প্রকল্পেও কাটমানি নেন মমতা! বিস্ফোরক শাহ

উল্লেখ্য, এদিন মমতার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনার পাশাপাশি ছটি মামলার লিঙ্কও দেওয়া হয়েছে৷ এ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ‘‘ভোটে ভরাডুবি এবং জামানত জব্দের আশঙ্কা করেই এই ধরনের অপচেষ্টা চালাচ্ছেন বিজেপি’র প্রার্থী৷ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন৷ নির্বাচন কমিশন নোটিস পাঠালে যথাযথ ভাবে তাঁর উত্তর দেওয়া হবে৷’’ তাঁর কথায়, এতবড় একজন ব্যক্তিত্বের বিরুদ্ধে কখন, কে, কোথায় মামলা করে রেখেছেন, সব সময় চা জানা সম্ভব নয়৷ বিশেষ করে যতক্ষণ না তাঁর কাছে সেই মামলার নোটিস আসছে, বা তিনি প্রত্যক্ষ ভাবে এই মামলায় অংশ নিচ্ছেন৷ ফলে তা হলফনামায় উল্লেখ করাও সম্ভব নয়৷ যে বা যাঁরা উন্নয়নের লড়াইতে, রাজনীতির লড়াইতে গো হারা হারবেন, তাঁরা প্রার্থী পদ নিয়ে নাটক করতে নেমেছেন৷ নির্বাচন কমিশন থেকে চিঠি এলেই তাঁর জবাব দেওয়া হবে৷’’  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =