‘গাড়ির দরজা চেপে দেওয়া হয়!’ নন্দীগ্রামের ঘটনা নিয়ে মমতা

‘গাড়ির দরজা চেপে দেওয়া হয়!’ নন্দীগ্রামের ঘটনা নিয়ে মমতা

বলরামপুর: নন্দীগ্রামে আহত হওয়ার পর এই প্রথম জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুইল চেয়ারে বসেই মঞ্চের উপর থেকে বক্তৃতা রাখছেন তিনি। আজ বলরামপুরের সভা থেকে সেদিনের ঘটনার প্রেক্ষিতে তিনি আবার বললেন, “আমার গাড়ির দরজা চেপে দেওয়া হয়”। এর পাশাপাশি তিনি এও জানান, সৌভাগ্যবশত সেদিন বেঁচে গিয়েছিলেন তিনি, অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো বের হতে পারবেন না।

নন্দীগ্রামের ঘটনার দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বেশ কয়েকজন ইচ্ছাকৃতভাবে তাকে ধাক্কা দিয়েছেন। এদিকে হাসপাতাল থেকে ভিডিও বার্তায় মমতা জানিয়েছিলেন, গাড়িতে ধাক্কা লাগে তাঁর। এই দুটি ভিন্ন বয়ানকে হাতিয়ার করে ইতিমধ্যেই সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি শিবির। তবে আজ বলরামপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার দাবি করলেন, তাঁর গাড়ির দরজা ছেড়ে দেওয়া হয়েছিল। অতএব সরাসরি ধাক্কা মারার কথা এড়িয়ে গিয়েও পরোক্ষভাবে যে তিনি আঘাত প্রাপ্ত হয়েছেন অন্যদের দ্বারা, সেটাই বোঝাতে চাইলেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি এদিনের সভা থেকে তিনি আরো বলেন, তিনি সাধারণ ঘরের মেয়ে, তিনি লড়তে জানেন কারণ তিনি স্ট্রিট ফাইটার। একইসঙ্গে বিজেপিকে এক হাতে নিয়ে তিনি মন্তব্য করেন, তৃণমূল কংগ্রেসকে ভুল বুঝে লোকসভার মতো সাধারণ মানুষ যেন ভুল না করেন। বিজেপি ক্রমাগত বাংলার ওপর আক্রমণ করছে, এতদিন পুরুলিয়ার দিকে কারুর নজর যায়নি, কিন্তু এখন ভোটের আগে রাজনীতি শুরু হয়েছে। 

আরও পড়ুন- মমতার উপর কোনও হামলা হয়নি, সবটাই দুর্ঘটনা, কিসান রেড্ডির মন্তব্যে শোরগোল

এর পাশাপাশি ‘দুয়ারে সরকার‌’ প্রকল্পের মতো ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালু করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ঘরে ঘরে জল থেকে শুরু করে রেশন পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে আগামী মে মাস থেকে চালু হচ্ছে বার্ধক্য ভাতা। এছাড়াও বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ” বিজেপি মিথ্যাবাদী, ওকে ভোট দেবেন না।  টাকাপয়সা দিয়ে ওরা যেন ভোট কেড়ে না নেয়। টাকা দিলে ভোট দেবেন না। ওই টাকা ওদের নয়, এই ভাবে টাকা দেওয়া অন্যায়”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =