Aajbikel

হতে পারে হামলা, মুকেশ আম্বানিকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

 | 
আম্বানি

মুম্বই: রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির উপর হামলার আশঙ্কা৷ তাঁকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তবে শুধু আম্বানিই নয়, তাঁর গোটা পরিবারকেও জেড প্লাস নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছে৷ দেশে ও বিদেশে এই নিরাপত্তা পাবেন তাঁরা৷

আরও পড়ুন- মেঘালয়ে সরকার গঠনের পথে তৃণমূল? কী হবে ত্রিপুরা-নাগাল্যান্ডের ফলাফল? দেখুন বুথ ফেরত সমীক্ষা


বিচারপতি কৃষ্ণ মুরারি ও আহসানুদ্দিন আমানুল্লার বেঞ্চ আম্বানিের সুরক্ষা নিশ্চিত করে এই নির্দেশ দিয়েছে। সর্বোচ্চ আদালত জানিয়েছে, আম্বানি ও তাঁর পরিবারকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া নিয়ে বিভিন্ন হাই কোর্টে মতান্তর দেখা দিয়েছে। এ বিষয়ে বিতর্কও রয়েছে। পুরো বিষয়টি পর্যবেক্ষণ করে সুপ্রিম কোর্ট মনে করছে, আম্বানির নিরাপত্তা নিয়ে ঝুঁকি রয়েছে। ফলে একটি নির্দিষ্ট এলাকা বা তাঁর বাড়ির চারপাশে নিরাপত্তা দিলেই হবে না৷ তাঁৎ নিরাপত্তা আরও জোরদার করতে হবে৷ মুম্বই পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আম্বানির নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা নিয়ে বিভিন্ন সূত্র থেকে যে খবর মিলেছে, সেটি মাথায় রেখেই দেশে-বিদেশে আম্বানিকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত৷ এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রক ও মহারাষ্ট্র সরকারকেও নির্দেশ দেওয়া হয়েছে।


 

Around The Web

Trending News

You May like