নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ড, এই তিনটি রাজ্যের নির্বাচনের পর বুথ ফেরত সমীক্ষা সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে ত্রিপুরা এবং নাগাল্যান্ডে ক্ষমতা ধরে রাখতে পারবে বিজেপি। তবে ত্রিশঙ্কু হতে চলেছে মেঘালয়। অর্থাৎ কোনও দলই সেখানে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তবে মনে রাখতে হবে বুথ ফেরত সমীক্ষা ভোটের কোনও ফল নয়। এই ধরনের সমীক্ষা ফলাফলের একটা আভাস দিতে পারে মাত্র। অতীতে এই ধরনের সমীক্ষা অনেক বার মিলেছে, আবার বহু ক্ষেত্রে মেলেনি। তবে সমীক্ষা নিয়ে বরাবরই রাজনৈতিক মহলের বিশেষ আগ্রহ থাকে। তাই বুথ ফেরত সমীক্ষার দিকে রাজনীতিবিদদের পাশাপাশি রাজনীতি সচেতন মানুষেরও সমান নজর থাকে। সমীক্ষায় বলা হয়েছে ত্রিপুরায় তৃণমূল একটি আসনেও জিততে পারবে না। ফলাফল প্রকাশের পর সেটি সত্যি হলে তা তৃণমূলের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা হবে। তবে একাধিক সমীক্ষা রিপোর্ট জানাচ্ছে মেঘালয়ে তৃণমূল বেশ কয়েকটি আসনে জিততে পারে।
সেই সঙ্গে সমীক্ষাগুলি বলছে মেঘালয় বিধানসভা এবার ত্রিশঙ্কু হতে পারে। অর্থাৎ কোনও দলই সেখানে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। কিন্তু তৃণমূল ৫ থেকে সর্বাধিক ১৪টি আসন পেতে পারে বলে সমীক্ষা রিপোর্টগুলির দাবি। যেমন জি নিউজ-ম্যাট্রিজ মেঘালয় নিয়ে তাদের সমীক্ষায় জানিয়েছে এনপিপি ২১-২৬, তৃণমূল ৮-১৩, বিজেপি ৬-১১, কংগ্রেস ৩-৬ এবং অন্যান্য ১০-১৯টি আসন পেতে পারে।
টাইমস নাও সমীক্ষায় জানিয়েছে তৃণমূল পেতে পারে ৮ থেকে ১৪টি আসন। এছাড়া ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়া জানিয়েছে মেঘালয়ে তৃণমূল পেতে পারে ৫ থেকে ৯টি আসন। উল্লেখ্য নির্বাচনের আগে কংগ্রেস বারবার অভিযোগ করেছে মেঘালয়ে তৃণমূল কোনও আসন পাবে না। তারা সেখানে প্রার্থী দিয়ে ভোট কেটে বিজেপির সুবিধা করে দিতে চাইছে। কিন্তু সমীক্ষার রিপোর্ট সে কথা বলছে না। যদি সমীক্ষা রিপোর্ট ফলাফলের সঙ্গে অনেকটাই মিলে যায় তাহলে এটা বলতেই হবে মেঘালয়ে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে তৃণমূল। সেক্ষেত্রে তারা আসন সংখ্যায় পেছনে ফেলে দিতে পারে কংগ্রেসকে।
বছর দেড়েক আগে মেঘালয়ের ১২ জন কংগ্রেস বিধায়ক দল ছেড়ে তৃণমূলে যোগদান করার পর থেকেই পাহাড়ি রাজ্যটিতে জোড়াফুলের শক্তি বৃদ্ধি হতে শুরু করে। আর এই নির্বাচনের আগে একাধিকবার মেঘালয় সফর করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁরা ভোট প্রচারে গিয়ে পশ্চিমবঙ্গের মতো বহু সামাজিক প্রকল্প রূপায়ণের প্রতিশ্রুতি দিয়েছেন। তৃণমূলের দাবি মেঘালয়ের মানুষ তাদের বিশ্বাস করতে শুরু করেছেন। তাই মেঘালয়ে ভাল ফলের ব্যাপারে অনেকটাই আশাবাদী তৃণমূল। এবার বুথ ফেরত সমীক্ষার রিপোর্টও জানাচ্ছে মেঘালয়ে তৃণমূল আসন সংখ্যার নিরিখে কংগ্রেস এবং বিজেপিকে পিছনে ফেলে দিতে পারে। আপাতত ফলাফল প্রকাশের অপেক্ষা। মেঘের রাজ্যে তৃণমূল কতটা চমক দেখাতে পারে এখন সেদিকেই চোখ রয়েছে রাজনৈতিক মহলের।