মধ্যপ্রদেশে একসঙ্গে ভেঙে পড়ল বায়ুসেনার প্রশিক্ষণরত জোড়া বিমান, দুর্ঘটনা রাজস্থানেও

মধ্যপ্রদেশে একসঙ্গে ভেঙে পড়ল বায়ুসেনার প্রশিক্ষণরত জোড়া বিমান, দুর্ঘটনা রাজস্থানেও

 ভোপাল: মধ্যপ্রদেশে ভেঙে পড়ল বায়ুসেনার দুই যুদ্ধবিমান। প্রশিক্ষণরত অবস্থায় বিমান দু’টিতে সংঘর্ষ হয় বলে প্রাথমিকভাবে বায়ুসেনার অনুমান৷ শনিবার ভোরে মধ্যপ্রদেশের মোরানে মাঝ আকাশে ভেঙে পড়ে সুখোই ৩০ এবং মিরাজ ২০০০ বিমান। দুটি বিমানই গোয়ালিয়র বায়ুসেনা ঘাঁটি থেকে উড়ান দিয়েছিল৷ 

আরও পড়ুন- দিল্লিতে গিয়ে বাঙালি স্কুলে রাজ্যপাল, কেন গেলেন জানেন?

শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ মধ্যপ্রদেশে জোড়া দুর্ঘটনা ঘটে। গোয়ালিয়রে বায়ুসেনার ঘাঁটি থেকে উড়ান দেওয়া বিমান দুটির প্রশিক্ষণ চলছিল। আকাশে সংঘর্ষের পর দু’টি বিমানই মাটিতে ভেঙে পড়ে। দুটি বিমানের চালকই দুর্ঘটনায় আহত হয়েছেন। সকাল থেকেই চলছে উদ্ধারকাজ। বিমান দু’টি কি একে অপরের সঙ্গে ধাক্কা খাওয়ার পর মাটিতে ভেঙে পড়েছে? সেই উত্তর খুঁজছে বায়ুসেনা কর্তৃপক্ষ৷ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা এখনও পর্যন্ত জানা যায়নি। আহত বিমানচালকদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনার কিছু ভিডিয়ো ফুটেজ নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ তাতে দেখা যায় বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে৷ 

অন্যদিকে, সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, শনিবার সকালে রাজস্থানের ভরতপুর জেলায় একটি বিমান ভেঙে পড়ে। পুলিশ সুপার শ্যাম সিং জানান,  এদিন ভোরে ভতরপুরের একটি ফাঁকা মাঠে বিমানটি আছড়ে পড়ে। এদিকে, ভরতপুরের জেলাশাসক অলোক রঞ্জন প্রাথমিকভাবে জানিয়েছিলেন যে ভরতপুরে একটি চার্টার জেট ভেঙে পড়েছে। যদিও ভারতীয় বায়ুসেনার দাবি, ভেঙে পড়া বিমানটি বায়ুসেনার৷