দিল্লিতে গিয়ে বাঙালি স্কুলে রাজ্যপাল, কেন গেলেন জানেন?

দিল্লিতে গিয়ে বাঙালি স্কুলে রাজ্যপাল, কেন গেলেন জানেন?

নয়াদিল্লি: সরস্বতী পুজোয় হাতেখড়ি দিয়েই শাহী তলবে দিল্লি উড়ে গিয়েছেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ জানা গিয়েছে জরুরি তলব পেয়েই তাঁর এই দিল্লি যাত্রা৷ রাজধানীতে পা দিয়েও তিনি ভাসলেন বাঙালি আবেগে৷ শুক্রবার সকালে বঙ্গ ভবন থেকে বেরিয়ে তিনি সোজা পৌঁছে যান রাজধানীর একটি বাঙালি স্কুলে। ওই স্কুলের নাম রাইসিনা বঙ্গীয় বিদ্যালয়। বাঙালি স্কুল থেকেই  এদিন তিনি প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন।

আরও পড়ুন- আমারে মোটা বোলো না! এমন চেহারাতেও লাস্য ঝরানো যায়, তা দেখিয়ে দিলেন তানভি

গতকাল সরস্বতী পুজোর দিন রাজভবনে হাতেখড়ি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ ওই অনুষ্ঠানে পদ্ম না ফুটলেও বসেছিল চাঁদের হাট। রাজনীতিক থেকে শুরু করে বিভিন্ন শিল্পীরা এসেছিলেন রাজভবনে। প্রধান অতিথির আসনে ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পৌরহিত্যেই হাতেখড়ির হয় রাজ্যপালের৷ ওই অনুষ্ঠানে রাজ্যপালের মুখে শোনা যায় ‘জয় হিন্দ’ এবং ‘জয় বাংলা’ ধ্বনি৷ প্রসঙ্গত, এই ‘জয় বাংলা’ স্লোগান বঙ্গ রাজনীতির সঙ্গে বিশেষ করে শাসক দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। রাজ্যপালের মুখে এই স্লোগান নিয়েই শুরু হয়েছে জোর তরজা৷ 

এই বিতর্কের মধ্যেই রাজধানীতে গিয়ে প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে যোগ দেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরীক্ষা পে চর্চা প্রধানমন্ত্রীর বহুল চর্চিত কর্মসূচির মধ্যে একটি। প্রতিবছর পরীক্ষা পে চর্চা কর্মসূচির আয়োজন করা হয়। যেখানে ২০০ জন পড়ুয়ার সঙ্গে সামনা সামনি কথা বলেন নমো। পাশাপাশি আরও বহু পড়ুয়া ভার্চুয়ালি সেই অনুষ্ঠানে যোগ দেন। সেই অনুষ্ঠানেই ভার্চুয়ালি যোগ দিতে দিল্লির বাঙালি স্কুলে হাজির হয়েছিলেন বাংলার রাজ্যপাল। প্রধানমন্ত্রী যখন পড়ুয়াদের মাঝে, তখন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসও বাঙালি পড়ুয়াদের সঙ্গে নিয়ে যোগ দিলেন সেই অনুষ্ঠানে। তবে কি হাতেখড়ি পর্বের বিতর্ক এড়িয়ে মোদীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে যোগ দিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস? সেই প্রশ্নটা কিন্তু ঘুরপাক খেতে শুরু করেছে রাজনৈতিক মহলে।