মহত্মা গান্ধীর সঙ্গে রাখি সাওয়ান্তের তুলনা! স্পিকারের বেফাঁস মন্তব্যে বিতর্কের ঝড়

মহত্মা গান্ধীর সঙ্গে রাখি সাওয়ান্তের তুলনা! স্পিকারের বেফাঁস মন্তব্যে বিতর্কের ঝড়

72572e90194874c88c5a0520132f5ef5

লখনউ:  জাতির জনক মহাত্মা গান্ধীর সঙ্গে রাখী সাওয়ান্তের তুলনা টেনে তীব্র বিকর্তে জড়ালেন উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার হৃদয় নারায়ণ দীক্ষিত৷ তাঁর মন্তব্যে শোরগোল পড়তেই তড়িঘড়ি সাফাই দিয়ে টুইট করলেন তিনি৷ 

আরও পড়ুন- ‘আধা রুটির স্বপ্ন দেখাচ্ছে রাজনৈতিক পরিযায়ীরা’, নাম না করে তৃণমূলকে খোঁচা বিপ্লব দেবের

সোমবার উন্নাও জেলার বঙ্গারমাওয়ে ‘প্রবুদ্ধ বর্গ সন্মেলনে’ যোগ দিয়েছিলেন হৃদয় নারায়ণ৷ সেই সভাতে দাঁড়িয়েই বেফাঁস মন্তব্যে ফাঁপড়ে পড়েছেন বিজেপি নেতা৷ তাঁর কথায়, পড়াশোনা করলেই মহান হওয়া যায় না৷ এর জন্য কিছু গুণ থাকতে হয়৷ এই কথা বলতে গিয়েই তিনি গান্ধীজির সঙ্গে রাখি সাওয়ান্তের তুলনা টেনে বসেন৷ হৃদয়ের কথায়, ‘‘ কাপড় খুলে ফেললেই যদি কেউ মহান হয়ে যেতেন, তা হলে রাখি সাওয়ান্ত মহাত্মা গান্ধীর চেয়েও বড় হয়ে যেতেন।’’ তাঁর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে৷ হৃদয়কে একহাত নেন দলের প্রবীণ নেতারও৷ একজন স্পিকার মুখে এই ধরনের কথা একবারেই বেমানান বলে উল্লেখ করেন তাঁরা৷  

এদিকে সমালোচনার মুখে পড়ে তড়িঘড়ি নিজের মন্তব্যের ব্যখ্যা দেন যোগী রাজ্যের স্পিকার৷ টুইট করে তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় আমার বক্তব্যের কিছু অংশ বিকৃত করে প্রচার করা হচ্ছে। আসলে এটা দীর্ঘ ভাষণের একটা অংশ মাত্র। এদিন সঞ্চালক আমার পরিচয় দিতে গিয়ে সেই প্রেক্ষিতেই বলেছিলাম বই লিখলেই কেউ প্রসিদ্ধ হয়ে যায় না।” তাঁর কথার যাতে ভুল ব্যাখ্যা করা না হয়, সেই আর্জিও জানান তিনি৷ 

হৃদয়ের বক্তব্য ছিল, ‘‘গান্ধীজী কম কাপড় পরতেন। শুধু ধুতি পরে থাকতেন৷ গোটা দেশ ওঁকে বাপু বলে।’’ এর পরেই গান্ধীজীর সঙ্গে রাখির তুলনা করেন হৃদয়। এ নিয়ে সমালোচনা শুরু হতেই তিনি বেঝানোর চেষ্টা করেন, তিনি গান্ধীজীর প্রশংসাই করেছেন৷ বোঝাতে চেয়েছেন সততাই আসল কথা৷ মহান হওয়ার জন্য কিছু গুণ থাকা দরকার৷ কম পোশাক পরে মহান হলে রাখি সাওয়ান্তও সেই তালিকায় ঢুকে পড়তেন৷  
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *