আবার কেরল! দেশে দ্বিতীয় মাঙ্কিপক্স সংক্রমণের হদিশ মিলল

আবার কেরল! দেশে দ্বিতীয় মাঙ্কিপক্স সংক্রমণের হদিশ মিলল

62bd8e8e94d1fe183b0148f3ca444bd0

নয়াদিল্লি: সম্প্রতি কেরলে দেশের প্রথম মাঙ্কিপক্সে আক্রান্তের সন্ধান পাওয়া যায়। সংযুক্ত আরব আমিরশাহি থেকে আসা এক ব্যক্তির শরীরে এই রোগের ভাইরাস মিলেছিল। একে করোনা, তার ওপর এই মাঙ্কিপক্স, দুয়ে মিলে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে দেশে। এবার সেই আতঙ্কই দ্বিগুণ হল। কারণ ভারতে আরও এক মাঙ্কিপক্স রোগীর হদিশ মিলেছে, আর এটাও কেরলেই। তাহলে কি দক্ষিণের এই রাজ্য দেশের মাঙ্কিপক্স হটস্পট হতে চলেছে?

আরও পড়ুন: কীভাবে দূরে থাকা যাবে মাঙ্কিপক্স থেকে? রইল একগুচ্ছ পরামর্শ

জানা গিয়েছে, কেরলের কুন্নুর জেলায় এক জনের শরীরে এই ভাইরাস পাওয়া গিয়েছে। কিছুদিন আগে দুবাই থেকে কেরলে ফেরেন তিনি। তারপর তাঁর শরীরে এই রোগের উপসর্গ ধরা পড়ে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা গর্গ জানিয়েছেন, আপাতত এই ব্যক্তি ভর্তি রয়েছেন হাসপাতালে এবং তিনি স্থিতিশীল আছেন। এখন খতিয়ে দেখা হচ্ছে যে, এই ব্যক্তির সংস্পর্শে আর কারা কারা এসেছেন। তাদের খুঁজে পরীক্ষা করানোই এবার লক্ষ্য সরকারের। আগের মতো এই ব্যক্তিও বিদেশ থেকে এসে আক্রান্ত হওয়ায় চিন্তা বাড়ছে বিদেশ যাত্রা নিয়ে। করোনার পাশাপাশি আরও বেশি করে মাঙ্কিপক্সের জন্য পরীক্ষা করানো উচিত কিনা, সেই নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে।

ইতিমধ্যে দেশের কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে প্রচার করছে এই রোগ নিয়ে। কী ভাবে এই রোগ থেকে দূরে থাকতে হবে তা নিয়ে পরামর্শও দেওয়া হচ্ছে। কেন্দ্রের তরফে জানান হয়েছে, কারোর শরীরে কোনও ক্ষত থাকলে তার থেকে অন্য মানুষকে দূরে থাকতে হবে। এছাড়াও যৌনাঙ্গে ক্ষত থাকলেও বিশেষভাবে সাবধান হতে হবে। পাশাপাশি মৃত বা জীবন্ত যে কোনও বন্য প্রাণী থেকেও দূরে থাকতে বলা হয়েছে। যেমন কাঠবিড়ালি, ইঁদুর। যারা ইতিমধ্যেই মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন তাদের সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *