নয়াদিল্লি: আনলক ফোর পর্বে মিলেছে আংশিক স্কুল খোলার ছাড়পত্র৷ সরকারি নির্দেশিকা মেনে সোমবার থেকে স্কুল খোলার তোড়জোড় শুরু করেছে বেশ কিছু রাজ্য৷ তবে বেড়ে চলা করোনা সংক্রমণের জেরে এখনই স্কুল খুলতে নারাজ তামিলনাড়ু৷ আংশিক ভাবে বা শিফট ভিত্তিক ক্লাসেও সায় নেই তাদের৷ বরং কোভিড পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করেছে এই দক্ষিণী রাজ্য৷ পরিস্থিতি স্বাভাবিক হলে এক সঙ্গে সকল শ্রেণির ক্লাস শুরু করা হবে বলেও জানানো হয়েছে৷
আরও পড়ুন- এবার করোনার তদন্ত করবে ‘ফেলুদা’, ছাড়পত্র দিল ডিসিজিআই
তামিলনাডুর শিক্ষামন্ত্রী কেএ সেনগোট্টাইয়ান শিফট ভিত্তিক ক্লাস এবং পর্যায়ক্রমে স্কুল খোলার বিষয়টি খারিজ করে দিয়ে বলেন, স্কুল খোলার জন্য আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করবে রাজ্য সরকার৷ এছাড়াও সোশ্যাল ডিস্টেন্সিং মেনে ক্লাস পরিচালনা করার মতো পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে রাজ্যের স্কুলগুলিতে৷ তাই শিফট ভিত্তিক ক্লাস শুরু করা নিরর্থক৷
প্রসঙ্গত, করোনা সংক্রমণ রুখতে গত ২৫ মার্চ থেকে শুরু হয় লকডাউন৷ তবে থেকেই বন্ধ রয়েছে স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান৷ বদলে শুরু হয়েছে অনলাইন ক্লাস৷ তবে আনলক ফোর পর্ব শুরু হতেই নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য আংশিক স্কুল খোলার অনুমতি দেয় কেন্দ্র৷ এর জন্য নির্দিষ্ট গাইডলাইনও ছকে দেওয়া হয়৷ তবে স্কুল খোলা হবে কিনা, সেই সিদ্ধান্ত রাজ্যের হাতেই ছেড়ে দেওয়া হয়৷
আরও পড়ুন- কৃষি বিল নিয়ে উত্তাল দেশ, কেন্দ্রের ‘কৃষক মৃত্যু পরিয়োনা’য় সই করবে না কংগ্রেস!
এদিকে, দেশে করোনা সংক্রমণও বেড়ে চলেছে ঝড়ের গতিতে৷ আক্রান্তের সংখ্যা ৫২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে৷ রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৬০৫ জন৷ এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন ১০ লক্ষ ১০ হাজার ৮২৪ জন৷ তবে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪৩ লক্ষ ৩ হাজার ৪৩ জন রোগী৷ দেশের মধ্যে সবচেয়ে খারপ পরিস্থিতি মহারাষ্ট্রের৷ তামিলনাড়ুর করোনা পরিস্থিতিও যথেষ্ট উদ্বেগজনক৷